শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কি নিষ্টুর তুমি ভালোবেসে দুঃখ দিতে শিখোনি তোমার জন্য কেউ কাঁদতে পারে এই দৃশ্য চোখে দেখনি সবাই তো চোখ দিয়ে সপ্ন দেখে আমি কেন অবিরাম কাঁদলাম সবাই তো সুখ দিয়ে কপাল ডাকে আমি কেন ভাংঙ্গা সুর সাধলাম খরচ করেছ তুমি অনেক কাগজ একটি চিঠিও তবু লিখনি। সবাই কি দেবদাস হতে পারে আমি কেন মিছে ঘর ছাড়লাম সবাই কি নেশাতে ডুবে মরে আমি কেন ভালোবেসে হারলাম সুখেরী পথ ধরে হেটেছ অনেক একটু ফিরে অ তুমি দেখনী। কি নিষ্টুর তুমি ভালোবেসে দুঃখ দিতে শিখোনি ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।