সততাই সবসময় রাখা চাই,বাচিবার তরে । পাকিস্হানের তালিবান এলাকা সোয়াতে আর মনে হয় নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না।কারন ওখানে তালিবানরা নারীদের উচচ শিক্ষায় বড় ধরনের আপত্তি।নারীরা ভাল ভাবে পড়ুক সমাজে মাথা উচু করে দাঁড়াক তা তালিবানরা চায় না।মালালা ইউসুফ জানের কথা ধরুন, কী যাতনা ভোগ করতেছে।ইউসুফ জানকে মাথায় ও গলায় গুলি করে।সোয়াতের সি এম এইস -হাসপাতালে ভর্তি করানোর পর মাথা থেকে সফল ভাবে গুলি অপসারণ করতে ডাক্তাররা সফল হন।এখন মোটামুটি চিন্তামুক্ত।কিন্তু এরপর ও তালেবানরা হুমকি দিচেছ যে, মারা না যাওয়া পর্যন্ত আক্রমন চলতে থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।