আমাদের কথা খুঁজে নিন

   

হল লাইফের অভিজ্ঞতা : পর্ব-২

I always believe in participation not in performance. আজকে শেয়ার করব আমার নীলক্ষেতে ডিভিডি কেনার এক ব্যর্থ প্রচেষ্টার অভিজ্ঞতা . . তখন সবে মাত্র হলে উঠছি। জ্ঞানবুদ্ধি একেবারেই আন্ডাবাচ্চা লেভেলের। . . যাই হোক। জাকির নায়েকের একটা লেকচার শুনতেছিলাম। আসলে ঠিক লেকচার না জাকির নায়েক আর উইলিয়াম ক্যাম্পবেলের একটা ডিবেট।

সমস্যা হচ্ছে যেহেতু পুরো ডিবেটটাই ইংরেজীতে তাই তেমন কিছুই বুঝতেছিলাম না। [তখন ইংলিশ লিসেনিং এ এখনকার মত দক্ষতা ছিল না]। কিছুক্ষণের মধ্যেই মেজাজ খারাপ হয়ে গেল। নাহ বাংলা ডাবিং ছাড়া চলে না পুরা হল ঘুরেও কোথাও পেলাম না বাংলা ডাবিং। কি আর করা।

মাথায় ভূত চাপল। চলে গেলাম নীলক্ষেত। . . প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে মাত্র ২ বার নীলক্ষেতে গিয়েছিলাম বই কিনতে। তখনই দেখেছি সিডি/ডিভিডির দোকানগুলো আসলে কোথায়। বেশ কয়েকটা দোকান ঘুরেও পেলাম না।

হতাশ হয়ে চলে ফিরে আসছি। এমন সময় জামার কোণা ধরে কে যেন এক হ্যাঁচকা টানে যে সাইডটায় একটু অন্ধকার ছিল ঐদিকে নিয়ে গেল। আমি তো বুঝেই গেছি আজ আমি শেষ। মোবাইল আর টাকা পয়সা সব দিয়ে দেওয়ার জন্য রেডী। তাও তার পায়ে ধরব আমারে জানে মাইরেন না . সে দেখি উল্টা আমাকে বলে ,"মামা ডিভিডি লাগব??" ঘটনার আকস্মিকতায় আর সৌভাগ্যের হঠাৎ আবির্ভাবে কিছুটা হতভম্ব হয়ে গেলাম।

যাই হোক রেশ একটু কাটায়ে উঠে বললাম, "জ্বী অবশ্যই। ডিভিডি কিনতেই তো আসছি " "উইলিয়াম ক্যাম্পবেল আর জাকির নায়েকের ডিবেটেটার বাংলা ডাবিং হবে। " উনি কিছুক্ষণ হাঁ করে তাকায়ে থাকলেন। তারপর বললেন, "বাংলা জিনিসের কোয়ালিটি ভালো পাইবেন না মামা। আর যাগো নাম কইলেন হ্যাগো নাম তো জীবনেও শুনি নাইক্কা" এরপর উনি আমাকে কিছু নাম শুনালেন যাদের ডিভিডি উনি দিতে পারবেন।

যাই হোক আমার কথা উনার কাছে যেমন দূর্বোধ্য উনার কথাও আমার কাছেও ঠিক তেমন। [এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে ফেলছেন কোন লেভেলের বলদ ছিলাম......তবে এখনও আছি এমন মনে করার কোন কারণ নাই ] উপসংহার তো আর বলার প্রয়োজন নাই। ডিভিডি ছাড়াই ফিরে আসতে হলো। [আপনারা সাথে থাকলেই কেবল নেক্সট পর্ব আসবে ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।