বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত .... বিসিবি সভাপতি লোটাস কামাল 'আই সি সি' র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই প্রথম বাংলাদেশের পক্ষে কেউ আন্তর্জাতিক পর্যায়ে উচ্চপদে নির্বাচিত হলেন। ICC সুত্রে জানা যায় যে The ICC Board unanimously accepted Mr. Kamal to the role of ICC Vice-President for 2012-14 and then subsequently as ICC President 2014-15 during a meeting in the Sri Lankan capital Colombo on Tuesday. পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পাকি দের রাজি করিয়ে পাকিস্তান ও বাংলাদেশ যৌথ ভাবে কামাল কে নমিনেশন দেয়। এতে সহজেই বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়ে যায়। এর আগে গত জুনে অ্যালান আইজাককে সভাপতির দেয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICC সহ-সভাপতি পদের জন্য তখন কাউকে নির্বাচিত করা হয়নি। জনাব আ হ ম মুস্তফা কামালকে ২০১২-১৪ দুই বছরের জন্য সংস্থাটির সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। এরপর ২০১৪-১৫ মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। অভিনন্দনঃ লোটাস! অভিনন্দন বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।