আমাদের কথা খুঁজে নিন

   

গাউছিয়তের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে - অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

[ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, যুগে যুগে গাউছিয়তের অধিকারী মনীষীগণ মুসলিম মিল্লাতকে সত্যের সন্ধান দিয়ে যাচ্ছেন। মহান আল­াহ তাঁর সমগ্র সৃষ্টিজগতকে আভ্যন্তরীণভাবে পরিচালনা ও উম্মতে মুহাম্মদীকে হেদায়তের জন্য গাউছিয়তের এ ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন। আর এরই ধারাবাহিকতায় বর্তমানে বেলায়তের শীর্ষপদে আসীন কাগতিয়ার গাউছুল আজম এমন এক জীবন্ত কিংবদন্তিতূল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি দেশের প্রাণ যুবসমাজকে চরিত্র বিধ্বংসী অবক্ষয়ের হাত থেকে মুক্ত করে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করেছেন। তাদেরকে অসৎকর্ম থেকে বিরত রেখে সৎকর্ম ও চিন্তা-চেতনায় উজ্জীবিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেছেন। পারষ্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সার্বিক স্থিতিশীলতা ও শান্তির অনুপম মডেল বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন।

বর্তমানে মুসলিম মিল্লাতের ক্রান্তিলগ্নে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে কাগতিয়ার গাউছুল আজম অগনিত যুবকের ব্যক্তিজীবনে এমন আমূল পরিবর্তন এনেছেন, যার ফলে এ সমস্ত যুবকেরা আজ শুধু পাঁচওয়াক্ত নামাজ নয়, শেষরাতে ওঠে তাহাজ্জুদ পর্যন্ত আদায় করছে। কাগতিয়ার গাউছুল আজম তাঁর আধ্যাত্মিক প্রভাব-প্রতিপত্তিতে এতই সুউচ্চ শিখরে অবস্থান করছেন যে, দেশ-বিদেশের এমনকি সুদূর আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাঁর অসংখ্য অনুসারীকে গায়েবীভাবে স্বশরীরে গিয়ে তাদের বিপদ-আপদে সাহায্য করছেন। তিনি আজ ৮ অক্টোবর’১২ইং সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের গাউছুল আজম কনফারেন্সে উপস্থিত লাখো সুন্নি জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, কাগতিয়ার গাউছুল আজম এমন এক আশেকে রাসূল, যাকে স্বয়ং রাসূল (দঃ) বেলায়তের শীর্ষপদ গাউছুল আজম পদে আসীন ও মদীনা শরীফের রওজা পাকে স্বশরীরে জাগ্রত অবস্থায় বায়আতের মাধ্যমে খলিফায়ে রাসূল (দঃ) এর মর্যাদা দান করেন। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির মনোগ্রাম অলৌকিকভাবে বিভিন্ন বৃক্ষের পাতায় উদ্ভাসিত হয়েছে, যা তাঁর গাউছিয়তের ও সংগঠনের স্বীকৃতি বহন করছে।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দীন এর সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু সুফিয়ান, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী, এলবিয়ন ল্যাবরেটরিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দীন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুহাম্মদ গিয়াস উদ্দীন, আহছানুল উলুম জামেয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা আবুল বয়ান হাশেমী, শাকপুরা দার”চ্ছুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা নূর মোহাম্মদ মোজাদ্দেদী, রাজশাহী দার”চ্ছালাম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজী বিভাগের সাবেক চেয়ারম্যান এ. এম. আবু আহমেদ, মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আফজাল হোসেন, মাইক্রোবায়োলজী বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল মনছুর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম, সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব এম. মহিউদ্দীন চৌধুরী। সভাপতির বক্তব্যে আলহাজ্ব এএমএম বাহাউদ্দিন বলেন, এ দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার বড় হুজুর ক্বেবলার পথ ধরেই তাঁরই সুযোগ্য একমাত্র খলিফা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ ছাহেব পথভ্রষ্টদের আলোর পথে ফিরিয়ে আনতে যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। যার সুখ্যাতি আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও ছড়িয়ে পড়েছে। বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা সাব্বির আহমদ মোমতাজী বলেন, যুগশ্রেষ্ঠ অলী কাগতিয়ার বড় হুজুর একজন উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত সর্বজনশ্রদ্ধেয় এ মহান ব্যক্তিত্ব তরিক্বতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে অবদান রাখার পাশাপাশি তাঁর সান্নিধ্যে এসে অগণিত পথহারা মুসলমানেরা ইসলামের সত্য ও ন্যায়ের সন্ধান পেয়েছে, যা সত্যিই বিষ্ময়কর। এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, কাগতিয়ার গাউছুল আজম তাঁর অনন্য আধ্যাত্মিক শক্তিতে সমাজে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সেতুবন্ধন রচনার পাশাপাশি এতদ্বঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসারে যে অবদান রেখে চলেছেন তা সত্যিই অবিস্মরণীয়। প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যাপক ফোরকান মিয়া মহানবী (দঃ)-কে নিয়ে ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্র ও ফ্রান্সের এক ম্যাগাজিনে মহানবী (দঃ)-কে ব্যঙ্গ করায় সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলমানদেরকে র”হানী শক্তিতে বলিয়ান হয়ে নিজেদের ইমান ও আমলকে মজবুত করতে হবে। আর এজন্য জমানার গাউছুল আজমের সান্নিধ্যে এসে তাঁর রূহানী ফুয়ুজাতে অন্তর পরিশুদ্ধির মাধ্যমে মুসলমানদেরকে সংযমী জীবনযাপনে আত্মনিয়োগ করতে হবে। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, আল্লামা কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী ওআল্লামা মুহাম্মদ ফোরকান।

কনফারেন্সে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, জাতীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও লাখো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। দুপুর থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান কনফারেন্সস্থল লালদীঘি ময়দানে জমায়েত হতে শুর” করে। বেলা বাড়ার সাথে সাথে মাগরিবের আগেই লালদীঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে এর আশপাশের এলাকা ও সড়ক লোকে লোকারন্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত সকলের আমিন, আমিন ধ্বনিতে এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।