আমাদের কথা খুঁজে নিন

   

kobi guro

আছে আমার হৃদয় আছে ভরে - রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমার হৃদয় আছে ভরে, এখন তুমি যা খুশি তাই করো। এমনি যদি বিরাজ' অন্তরে বাহির হতে সকলই মোর হরো। সব পিপাসার যেথায় অবসান সেথায় যদি পূর্ণ করো প্রাণ, তাহার পরে মরুপথের মাঝে উঠে রৌদ্র উঠুক খরতর। এই যে খেলা খেলছ কত ছলে এই খেলা তো আমি ভালবাসি। এক দিকেতে ভাসাও আঁখিজলে, আরেক দিকে জাগিয়ে তোল' হাসি। যখন ভাবি সব খোয়ালাম বুঝি গভীর করে পাই তাহারে খুঁজি, কোলের থেকে যখন ফেল' দূরে বুকের মাঝে আবার তুলে ধর'। রেলপথ। ই.আই.আর. ২১ আষাঢ় ১৩১৭ কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.