শুক্রবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে উপজেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রস্তাবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মওদুদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব লিখিত আকারে বিরোধীদলের কাছে দিতে হবে।
তাহলেই মাত্র এই আলোচনা ফলপ্রসু হবে।
তা না হলে আলোচনার কথা বলে কালক্ষেপণ এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে বিরোধীদল সেই ফাঁদে পা দেবে না।
যেকোনো আলোচনা শুরুর আগে এই সরকারকে বিরোধীদলের নেত্রীসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
এছাড়া গত সাড়ে চার বছরে গ্রেপ্তার বিরোধীদলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিরও দাবি করেন তিনি।
তাহলেই সরকারি দল আন্তরিক এবং বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে চান বলে তারা বিশ্বাস করবেন, বলেন মওদুদ।
উপজেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের জেলা সাধারণ সম্পাদক নোয়খালীর পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ।
উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।