আমাদের কথা খুঁজে নিন

   

Arisaka Type 38 কারবাইন রাইফেল

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 কিরিজু নাম্বুর তৈরি Arisaka Type 38, সবচেয়ে জঘন্যতম জাপানী কারবাইন রাইফেল গুলোর মাঝে একটি। এটি একটি জাপানী বোল্ট এ্যাকশন রাইফেল। পৃথিবীর সরলতম রাইফেল এর মধ্যে এটি একটি, এটি প্রথম উৎপাদন করা হয় ১৯০৫ সালে। এটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানী সৈন্যদের মূখ্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। জাপানীরা সে সময় তাদের স্ম্রাটদের অধীনে ছিলো, সম্রাট দেশ শাসন করতেন এবং তারা তাকে প্রভুর মতই শ্রদ্ধা করতো।

রাজকীয় পরিবারের একটা সিম্বলিক সাইন অর্থাৎ প্রতীকি চিহ্ন তারা তাদের সব অস্ত্রে এবং যুদ্ধ সরঞ্জামে ব্যবহার করতো। তাদের ধারণা ছিল এটা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকানগন বোল্ট এ্যাকশন রাইফেল এর পরিবর্তে সেমি অটোমেটিক এবং অটোমেটিক রাইফেল ব্যবহার করে, এছাড়াও সরলতম বোল্ট এ্যাকশন রাইফেলের মধ্যে M1903 Springfield অন্যতম, তবে Arisaka Type 38 এর চেয়ে M1903 Springfield অনেক বেশি কার্যকরী। যেখানে M1903 Springfield এর বুলেটের গতি ২৮০০ ফুট/ সেকেন্ড সেখানে Arisaka Type38 এর বুলেটের গতি ২৫০০ ফুট/ সেকেন্ড। M1903 Springfield এর কার্যকরী দূরত্ব যেখানে ৯১৪ মিটার সেখানে Arisaka Type 38 নিক্ষুত ভাবে লক্ষ্যভেদ করতে পারে ৬৬০ মিটার দূরত্ব থেকে, দূরত্ব বাড়লে লক্ষ্যচূত হবার সম্ভাবনা ক্রমশই বাড়তে থাকে।

Arisaka Type 38 6.5mm এর গুলি ছুড়তে সক্ষম, অন্যদিকে Springfield M1903 7.62mm এর গুলি ছুড়তে সক্ষম। উভয়ে প্রতিবার ৫টি করে গুলি ছুড়তে পারে, ৫টি করে বুলেট এর ক্লিপ এক একটি এককে বিভক্ত। এখন দু দল আমেরিকান এবং জাপানী সৈন্যদের মাঝে এক দলকে Arisaka Type 38 এবং অন্যদলকে Springfield M1903 Carbine দিয়ে দিলে, কোন দলের পাল্লা ভারি হবে? So there is no doubt at all that Springfield M1903 wins without any distinction!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.