আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলভক্তদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

ভাল কিছু লেখার ইচ্ছায় মানববন্ধনে অংশ নিতে আসা এক আশরাফুলভক্ত সাংবাদিকদের বলেন, তারা অনুমতি নেয়ার চেষ্টা করলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এর প্রয়োজন নেই। “কিন্তু এখানে আসার পর আমাদের দাঁড়াতেই দেয়া হচ্ছে না।” প্রত্যক্ষদর্শীরা জানান, ফেইসবুকে আশরাফুলের দুটি ফ্যান ক্লাবের উদ্যোগে রোববার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধনের কর্মসূচি থাকায় সকাল থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। ১০টার দিকে বিভিন্ন স্থান থেকে আশরাফুলভক্তদের ছোট ছাট দল ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। তাদের ফেস্টুনে ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’; ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’; ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’- ইত্যাদি শ্লোগান লেখা দেখা যায়। বিভিন্ন স্থান থেকে আসা এই ক্রিকেটপ্রেমীরা মানববন্ধনে দাঁড়ানোর আগেই লাঠিহাতে তাদের দিকে তেড়ে যায় পুলিশ। ভক্তরা স্টেডিয়ামের প্রধান ফটক ও চার নম্বর ফটকের কাছে খণ্ড মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি। র‌্যাব সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় বি, দ্রঃ ম্যাচ পাতানোয় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুলের শাস্তি যেন কম হয়, সেই দাবিতে কর্মসূচি দিয়েছিল এই ক্রিকেটারের ভক্তরা। আশরাফুলভক্তদের দাঁড়াতে দিল না পুলিশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.