আমাদের কথা খুঁজে নিন

   

নগরপিতার সুনির্দিষ্ট নগরায়ণ

রাজনীতিবীদদের ঘৃণা করি--- নগরপিতার সুনির্দিষ্ট নগরায়ণ নগরপিতার আমন্ত্রণে কবর খুঁড়ে সন্ত্রাসী দল, এপিটাফ তৈরিতে ব্যস্ত শ্রমিকের হাত ঘামে পরিশ্রমে। স্বল্পবসনার বাহুডোরে আটকেপড়া নগরপিতা ধুঁয়া ছাড়েন আনমনে, আওড়াতে থাকেন একটা খুনে এক লাখ ভোট, একটা ধর্ষণে হাজার পঞ্চাশেক। নগরপিতার হস্তমর্দনে পিষ্ঠ উঠতি নায়িকা, বক্ষ-কটিদেশ-জঙ্ঘা আবার জঙ্ঘা-কটিদেশ-বক্ষ এইভাবে। মিউ মিউ স্বরে নগরপিতার লোমশবুকে বিলি কাটে নায়িকার বিড়াল নখ, নগরপিতার হস্তবিদ্যা আর নায়িকার বিড়ালনখরে রচিত হয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নালা-নর্দমা উপচিয়ে পয়ঃঘ্রাণ বাসাবাঁধে নগরবাসির নাসাঃরন্ধ্রে, নগরপিতা বানের জলে আমোদিত হয়ে বজরা সাজিয়ে বের হন প্রমোদভ্রমণে। নগরের খানা-খন্দক নগরপিতা বন্দক রেখেছেন নগরবাসির কাছে, উপড়ি হিসেবে পেয়েছেন ১০% কমিশন আর নতুন নায়িকা প্রাপ্তির সংবাদ! পত্রিকার পাতায় মশা মহানায়িকা! পিনপিন গানে অতিষ্ঠ নগরমানবের দল, নগরপিতার কর্ণকুহরে কচি গায়িকার গুনগুন গান, গায়িকা আলতো করে কামড়ে ধরে নগরপিতার কর্ণলতিকা। বিনাচিকিৎসায় মৃত রহিমার বাপের জন্য কবর খুঁড়ে গোরখাদক, নগরপিতা ব্যস্ত ভিত্তিপ্রস্তর স্হাপনে-সঙ্গে একটা কদমচারা রোপণ। আহা! কদমফুল! নতুন গায়িকার ফেভারিট! কদমফুল ঝরে পড়ে রহিমার বাপের মৃত বাসস্হানে। ----  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.