আমাদের কথা খুঁজে নিন

   

মন্দিরকে টয়লেটের সঙ্গে তুলনা ভারতীয় মন্ত্রীর

ভারতের গ্রাম উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ 'মন্দিরের চেয়ে পায়খানা গুরুত্বপূর্ণ' বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভারতের গ্রাম পঞ্চায়েত পর্যায়ের এক সমাবেশে গত শুক্রবার তিনি এ মন্তব্য করেন বলে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে। দৈনিকটি মন্ত্রীর বরাত দিয়ে বলেছে, ভারতের ৬৪ শতাংশ মানুষ খোলাস্থানে মলত্যাগ করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। ভারতীয়দের এ অভ্যাস দেশটির অপুষ্টির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজেই মন্দিরের চেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে টয়লেট স্থাপন করতে হবে বলে তিনি মন্তব্য করেন। ভারতের সব গ্রামে 'হিবরি বাজার' ও 'রালিগান সিদ্ধি' নামের আদর্শ পায়খানা স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জয়রাম রমেশের বক্তব্যের কঠোর সমালোচনা করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি বলেছে, পায়খানা ও মন্দিরের মধ্যে কোন্টা গুরুত্বপূর্ণ তা নিয়ে কারো বিতর্কে জড়ানো উচিত নয়। বিজেপির মুখপাত্র রাজিব প্রতাপ রুডি আরো বলেন, এ জাতীয় রাজনৈতিক বিবৃতি না দিয়ে গ্রাম উন্নয়নমন্ত্রীর উচিত ইউপিএ জোট সরকারের বিধ্বস্ত ভাবমূর্তি পুররুদ্ধারে মনোযোগ দেয়া। এদিকে জয়রাম রমেশের নিজ দল কংগ্রেসও তার এ বক্তব্যের সমালোচনা করেছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.