আমাদের কথা খুঁজে নিন

   

আগোরার অভিনব কৌশল।

গতকাল (০৬-১০-২০১২) গিয়েছিলাম মগবাজারের আগোরাতে। তার আগের দিন দৈনিক পত্রিকায় দেখেছিলাম, ১১ বর্ষপূর্তিতে ১১০০ টাকার কেনাকাটা করলেই ছাড় পাওয়া যাবে। আমার কিছু কেনাকাটার দরকার ছিলো, তাই ভাবলাম আগোরা থেকে কিনি। কিন্তু সন্ধ্যা পৌনে আটটায় প্রবেশ করেই দেখি লন্কাকান্ড। এক পৌড় ভদ্রলোক তার ছেলে সহ উচ্চস্বরে তর্ক করছে র্কতৃপক্ষের সাথে।

র্কতৃপক্ষ তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে, আর ভদ্রলোক ও তার ছেলে কিছুতেই মানছেন না। এক পর্যায়ে ভদ্রলোক উপস্থিত কাষ্টমারদের দৃষ্টি আর্কষন করে, তার তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা নাতিদীর্ঘ বক্তিতা দিলেন। ভদ্রলোক ০৫-১০-২০১ তারিখে আগোরা বেশ ভালো পরিমানে বাজার করেন এবং বাড়িতে এসে দেখেন তার ব্যাগে ২৫ টাকা দামের সাবানের পরিবর্তে ১৫০ টাকা দামের্ র্পাল সাবান দেয়া হয়েছে। ব্যাপারটা তাদের সন্দেহ হলে, উনি পরীক্ষা করে দেখের সাবানের মেয়াদ উর্ত্তীনের তারিখ হচ্ছে ০৬-১০-২০১২ অর্থাৎ মাত্র একদিনের মেয়াদের সাবান দেয়া হয়েছে। এটা যে অনিচ্ছাকৃত ভুল নয় তা বুঝতে তার বাকী থাকে না।

অতঃপর উনি আগোরাতে এসে ক্যাশ কাউন্টারের সেই এজেন্টকে জিঞ্জাস করলে, এজেন্ট তাকে বলে এই সাবান আমরা দেইনি আর আপনার ভাউচারে এই সাবানর নাম উল্লেখ নেই। এটা যে আমি দিয়েছি তার প্রমান কি? অতঃপর ভদ্রলোক ও তার ছেলে অনেক চেষ্টা করে প্রমান করেন সাবানটা তাদের এখান থেকেই দেয়। উনি দাবী করেন মেয়াদ উর্ত্তীন সাবান কে চালাবার জন্য এ অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে আগোরা। আমি আমার প্রয়োজনী সামগ্রী খুজঁতে গিয়ে দেখলাম, সব পুরানো এবং অচল সামগ্রী দেয়া আছে। যেমন রেক্সোনা ডিওডারেন্টের ড্রাই ভারসন ছাড়া অন্যকিছু নেই।

সামনে শীত আসছে, এ সময় ড্রাই টা কিনতে যাবে কোন পাগলে। মেজাজ টা খারাপ করে চলে আসতে বাধ্য হলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।