আমাদের কথা খুঁজে নিন

   

জিয়াউরের সেরা বোলিং

৯-১-৩০-৫। জিয়াউর রহমানের দুর্দান্ত বোলিংয়ে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রথম শ্রেণীর ক্রিকেটেও এতটা ভালো বোলিং কখনো করেননি এই ফাস্ট-মিডিয়াম বোলার।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে জিয়াউরের অভিষেক এ বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের আগ পর্যন্ত অংশ নেন তিনটি ওয়ানডেতে।

সেরা বোলিং ১/৬৫। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সফরের দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সী এই বোলারের। ক্যারিয়ারের একমাত্র টেস্টে সেরা বোলিং ৪/৭১। জিয়াউরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক গত বছরের জুলাইয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এ পর্যন্ত নয়টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি।

সেরা বোলিং ১/১৬। ৫৯টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে জিয়াউরের সেরা বোলিং ৫/৩৬।
ক্যারিয়ারে চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে আজ নিজেকে ছাড়িয়ে গেলেন জিয়াউর। জিম্বাবুয়েকে বিধ্বস্ত করলেন, একই সঙ্গে দলকে এনে দিলেন দারুণ এক জয়। কৃতিত্বের পুরস্কারও এরই মধ্যে পেয়ে গেছেন জিয়াউর—পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।

আন্তর্জাতিক ক্রিকেটে স্বীকৃতিটা মিলল এই প্রথম।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জিয়াউর রহমান বলেন, ‘আমি সোজা, লাইন ও লেন্থ অনুযায়ী বল করার চেষ্টা করেছি। সবাই আমাকে সহায়তা করেছে। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.