পিং পং কুচক্রী এই বাকশালী বাক ধর্মিক সরকার শান্তির ধর্মকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে যখন জামাত-শিবিরের উপর মামলা হামলা নিয়ে ঝাপিয়ে পড়লো, তিমির কারাগারে অন্তরীত করলো জাতীয় নেতাদের তখন দেব শিশুর বেশে তাঁর এগিয়ে এলো। ভালবাসা আর মমতায় টেনে নিলো বুকে মাঝে। যেখানে আমাদের ভাইয়েরা খোঁজে পেলো নিরাপদ আশ্রয়। বলছি সেই সব দেব শিশু ঘানার মানুষের কথা। সেই দেব শিশুরা বাকশালী নির্যাতন ভুলি দিতে কত কিছুই না করলো বন্ধু ভেবে ঘুরে বেড়ালো পথে পথে বাইকে চড়িয়ে খাওয়ালো কাঠাল পাতা তাদের সুন্দরী কন্যদের আমাদের জন্য উপস্থাপন করলো কেউ কেউ সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলো বিয়ির পিড়িতে তারপর হজুরের ভালবাসায় মন যখন বলতো তুই গোলমান, চুপটি করে এসে তারা ভরিয়ে দিতো প্রান মডুর ডরে ছবি সরিয়ে নিলাম আজ চাই জাতীয় নেতাদেরও ঘানার মানুষের কাছে হস্তান্তর করা হউক। আর আমরা গেয়ে উঠি অল দ্যা ছাগু লেটস গো ঘানা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।