একঘড়ে করে রাখা হয়েছে আসিফ কে । একঘড়ে করার মানে হচ্ছে তাকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে । কেউ তার সাথে কোন প্রকার দেন দরবার করতে পারবে না ।
শফিক আবার আসিফের প্রধান শত্রু । একঘড়ে করা ব্যাপারটা সে বুজেই না/জানেই না ।
শফিক নিয়মিত আসিফের বাড়ি যায় ,যাওয়ার সময় খাবার দাবার ও নিয়ে যায় । এতেই শেষ নয় ,ইদানীং সে সমাজের আরো কয়েকজন কে নিয়েই আসিফের বাড়ি যায় । খাবার দাবার তো আছেই ।
আসিফের বাড়ি থেকে বের হয়েই শফিক রা আন্দোলন করে । আসিফের ফাঁসি চাই ।
ফাঁসি চাইতে গিয়ে নিজেদের অনেকের মৃত্যু হয় ,গ্রামের বিভিন্ন স্থাপনা ,বাড়ি ঘড় ক্ষতিগ্রস্থ হয় । অথচ আসিফ ঠিকি থাকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।