saving the world by sleeping
মাঝে মাঝেই দেখা যায় সামু সার্ভার ব্যস্ত থাকে । বল্গাররা হাপিত্তাশ করতে থাকে কখন ঠিক হবে কখন ঠিক হবে । ভাবতে থাকে ঘটনা কি ? হঠাৎ কইরে এমন হইল কেন ? দেশের কোথাও কি জ্বালাও পোড়াও চলতেছে নাকি ? অনেককেই আজ সকালে কান্নাকাটি করতে দেখছি । মনে হয় কোনো ঘটনা মিস করতেছে । তা যাই হোক, কিন্তু অপেক্ষা করা ছাড়া তো গতি নাই ।
তা কি কি করতে পারেন :
১। প্রথমেই যেটা করতে পারেন, পেজটা রিফ্রেস মারতে থাকেন যতক্ষণ না পেজ ঠিকমত ওপেন হচ্ছে ।
২। সারাদিনই তো ব্লগ পড়েন আর মন্তব্য লেখেন । এটাই সুযোগ একটু বিশ্রাম নেয়ার ।
ঘুমায় নেন ।
৩। পরিচিত বল্গাদের ফোন করতে পারেন । ব্লগের আলোচনা কিছুটা আগায় রাখলেন আরকি !
৪। টিভি দেখুন ।
অনেকদিন তো টিভিই দেখেন না । দিনরাত মনিটর নিয়েই বসে থাকেন । যদি বিশেষ কারণে মিডিয়া বন্ধ হয়ে যায় তাহলে জানতে পারবেন ।
৫। দোয়া করুন যেন এই সময় যেন বিদ্যুৎ না থাকে ।
৬। একটা লিস্ট করে ফেলুন - সামনে কি কি পোস্ট লিখবেন । যদি হাতে আরও সময় থাকে তো পোস্ট গুলাও লিখে ফেলুন তাতে সামুর পেজটা আসার সাথে সাথেই যেন দিতে পারেন ।
৭। ওহ খাওয়ার কথাতো ভুলেই গেছিলাম ।
কথা দিয়েতো আর পেট চলে না ।
৮। সামুর অফিসে ফোন করে গালিগালাজ করতে পারেন । তাতেও কাজ না হলে অফিসের সামনে গিয়ে ধর্মঘট/অনশন করতে পারেন ।
৯।
বল্গের কারণে প্রেমিক/প্রেমিকাকে সময় দিতে না পারার দরুণ অনেক কথা শুনতে হয়েছে । সময় দিন তাকে ।
১০। ফেসবুকে পোস্ট দেয়া শুরু করুন যেন আপনার ফোলোয়াররা আপনার পোস্টগুলা ফলো করতে পারে ।
১১।
এতকিছুর পরও যদি মনে হয় সময় কাটতেছে না তাহলে বাড়িতে রান্নাবান্না করে আমাকে দাওয়াত দিতে পারেন ।
আরও কোনো আইডিয়া থাকলে বলতেপারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।