বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। (প্রথমেই বলে নিইঃ আমার কাছে অসম্ভব রকমের প্রিয় আমার জন্ম ভূমি। কেউ কেউ আমার সাম্প্রতিক কিছু পোস্টে এমন বাজে মন্তব্য করছেন যে মনে হচ্ছে আমার কোন দেশ নেই।
বাংলাদেশের মাটি পৃথিবীর সেরা মাটি।
এদেশের বেশীর ভাগ মানুই ভাল। তবে হ্যাঁ, কমপক্ষে ৫-১০% মানুষ পচে গেছে; নষ্ট হয়ে গেছে। তারাই দেশের ১২ টা বাজাচ্ছে। বাকি কিছু মানুষের গায়ে ধুলা লেগেছে। নির্মম বাস্তবতা হল এই পচা মানুষগুলোই দেশটাকে নিয়ন্ত্রণ করছে।
যে কোন ফল- যেমন আপেল যদি পচে যায় তা ছুড়ে ফেলে দিতে হয়। যে ফলগুলোর গায়ে ধুলাবালি লেগেছে তা ছেড়ে ফেললেই পরিস্কার হয়ে যাবে।
বাংলাদেশ আসলেই সকল দেশের সেরা। কিন্তু এটাকে কতিপয় নষ্ট লোক নষ্ট করে ফেলছে। ) ।
এবার আমি আমার আগের একটি পোস্টের কিছু মন্তব্য এখানে তুলে ধরছি।
১. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬
লোনা স্বপ্ন বলেছেন: ওরে বাংলাদেশি জন্ম নেয়া ফরেন মাল। দেশে কেন আইচস। যা যে দেশ ভালো লাগে সেইখানে যা। তোদের মতো কিছু আবাল এর জন্যই তো দেশের মান সম্মান বিদেশে খারাপ হয়।
(
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৭
একাকী বালক বলেছেন: amar comment musla ken chandu? thabrai nokshi fatai dimu. tara tari ai post muicha blog theika fut.
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১১
নগত টাকা বলেছেন: উপরে লেখা
বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
লোনা স্বপ্ন বলেছেন: ওরে বাংলাদেশি জন্ম নেয়া ফরেন মাল। দেশে কেন আইচস। যা যে দেশ ভালো লাগে সেইখানে যা।
তোদের মতো কিছু আবাল এর জন্যই তো দেশের মান সম্মান বিদেশে খারাপ হয়। (
একাকী বালক বলেছেন: amar comment musla ken chandu? thabrai nokshi fatai dimu. tara tari ai post muicha blog theika fut.
৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৪
ঠানডুমিঞা বলেছেন: Ohh shit... r u pom gana.. ur ma pom Rasia(uzbek).... u r really a uzbuk..
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬
অজয় বলেছেন: আমরা সবাই এই রকম বাজে কমেন্ট করে দেশের মানুষের ভাবমুর্তি কেন নষ্ট করি ............ভালো না লাগলে আপত্তি কর ট্যাব তো আছেই.........।
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬
েশখ ইমরান আািজজ বলেছেন: উনি খারাপ কি বলছেন, আমরা ঢাকাতে থেকেই বিরক্ত, আর উনি তো বাইরে ছিলেন। ওনার দোষ হল উনি সত্য বলছেন।
৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩
shfikul বলেছেন: জেমস এর বাংলাদেশ এবং মাকসুদ এর বাংলাদেশ গান দুটো শুনবেন।
আশা করি ভালো লাগবে।
৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯
হাসান মাহবুব বলেছেন: ফুটানি কম কইরা।
৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
তিক্তভাষী বলেছেন: ধুলা-বালি, ময়লা-আবর্জনা, যানজট এগুলো কি আমরা যারা সর্বক্ষণ দেশে আছি তাদের মহাবিরক্তির কারন নয়? দেশপ্রেমের কারনে কি এগুলোকেও লালন-পালন করতে হবে? নাকি পরিত্রানের চেষ্টা করতে হবে?
১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪০
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: শেখ ইমরান আজিজ এবং তিক্তভাষী এর সাথে সহমত পোষণ করলাম।
১১. ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
শিলা সুলতানা বলেছেন:
দেশটা কিন্তু খারাপ নয়। খারাপ কিছু মানুষ নামধারী অমানুষ।
১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
সান্তনু অাহেমদ বলেছেন: এভাবেই বেঁচে আছে প্রায় ১৫ কোটি মানুষ।
তাই............ভাবা উচিত আমাদের সবার।
শুভ কামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।