আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাতিমানদের মজার কান্ড

খ্যাতিমানদের মজার কাণ্ড ৭,৮,৯ ৭। ওনর দ্য বালজাক (ফরাসী ঔপন্যাসিক) একরাতে বালজাকের ঘরে ঢুকে এক চোর লেখকের ডেস্কের তালা ভেঙে টাকা পয়সা খুঁজছিলো । বিছানায় শুয়েই তিনি ব্যাঙ্গাত্বক হাসি হেসে চোরের কর্মকাণ্ড লক্ষ্য করছিলেন । চোর টের পেয়ে জিজ্ঞেস করলো, ‘হাসছেন কেন?’ বালজাক বললেন,‘বৈধ মালিকই যখন ডেস্কের ভেতর দিনের বেলা কিছুই খুঁজে পায় না,আর তুমি রাতের বেলা সেখানে টাকা খোঁজার ঝুঁকি নিয়েছো ভেবে হাসছি । ’ ৮।

পাবলো পিকাসো (চিত্রশিল্পী) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিকাসোর ছবিগুলোর বিক্রি অবিশ্বাস্য রকমে বেড়ে যেতে থাকে । এই সময় মার্কিন এক কোটিপতি পিকাসোর স্টুডিওতে ছবি কেনার জন্যে আসে । পিকাসোর একটি ছবি সম্পর্কে কৌতুহল প্রকাশ করতে গিয়ে সে বলে,‘ছবিটির মাধ্যমে আপনি কী বোঝাতে চেয়েছেন ?’ ‘ দুই লাখ ডলার বোঝাতে চেয়েছি,’ পিকাসোর উত্তর । ৯ । ড.রিচার্ড বাসবি (সপ্তদশ শতকীয় ব্রিটিশ শিক্ষাবিদ) ড.বাসবি দেখতে খুব ছোটখাট ছিলেন ।

একবার লন্ডনের ভিড়ে ঠাসা এক কফি হাউসে বিশাল চেহারার এক মহিলা ড.বাসবিকে তীর্যৃকভাবে বললেন,‘আমি কি আমার আসনে যেতে পারি,হে দানব ?’ ‘ নিশ্চয়,হে বামন !’ড.বাসবি মহিলার জন্য পথ করে দিয়ে উত্তর দিলেন । মহিলা তার কথার জন্য কিছুটা ক্ষমা প্রার্থনার সুরে বললেন,‘আপনাকে দানব বলে আসলে আপনার বুদ্ধিমত্তার প্রতিই ইঙ্গিত করেছিলাম আমি । ’ ‘আপনাকে বামন বলে আমিও আপনার বুদ্ধিমত্তার প্রতিই ইঙ্গিত করেছিলাম । ’ ড.বাসবি জবাব দিলেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।