বর্তমান আধুনিক ও ডিজিটাল যুগ।
বাসায় টিভি চলছে।
টিভিতে অনেক চ্যানেল ।
গানের চ্যানেল,ছায়াছবির চ্যানেল,ইসলামিক চ্যানেল,জিওগ্রাফি,ডিসকভারী,ইংরেজী ছবির চ্যানেল-আরো কত কি।
কোন কোন চ্যানেলে ভালো,কোন কোন চ্যানেলে মন্দ কিছু দেখায়।
এই মন্দ দেখা থেকে বিরত থাকার জন্য কি করা দরকার ?
টিভিটি পারমানেন্ট বন্ধ করবো নাকি ঐ চ্যানেল দেখা থেকে বিরত থাকবো ?
এখন যদি টিভিটিই বন্ধ করে দেয়া হয়,তাহলে কি সঠিক সমাধান হল ?
নিশ্চয় না ।
ঠিক তদ্রুপ,ইউটিউব টোটালি বন্ধ করা যৌক্তিক হয়েছে বলে মনে করি না।
বরং,বন্ধ করা দরকার সেই সব ওয়েবসাইট,যা দেখলে অশান্তি,গোলযোগ হবার সম্ভবনা থাকে।
সুতরাং আমাদের দাবী শীগ্রই ইউটিউব চালু করা হউক।
বন্ধ করা হউক- সেই সব বিতর্কিত,ঘৃণিত ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।