সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । যখন বিভিন্ন পোস্টে গিয়া ব্লগারদের কমেন্ট পড়ি আর দেখি আমাকে নিয়া কথা হচ্ছে, তখন মনে হয় সিনেমার অইসব ছিন গুলা যখন কোন মৃত অভিনেতার আত্মা তার পরিবারের কাছের মানুষের কাছে গিয়ে তাদের দেখতে পায় শুনতে পায় কিন্তু কাছের মানুষদের কিছু বলতে পারে না , বা ধরতে পারে না। আমারও একই রকম মনে হয়, মনে হয় আমি মারা গেছি আর আত্মা হয়ে কাছের মানুষ (ব্লগার) দের কাছে গিয়ে তাদের দেখতে পাচ্ছি ,তাদের কথা শুনতে পাচ্ছি, কিন্তু তারা আমাকে দেখছে না বা আমার কথা তারা শুনছে না..... ক্লান্ত কিন্তু বিরতিহীন - ব্লগার রাফাত নুর নিকের জন্ম - মনে নাই। নিকের মৃত্তু - ২২ সেপ্টেম্বর খুব ভোরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।