আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যভেদী তিন গোয়েন্দার আদ্যোপান্ত এবং এর কাহিনি অবলম্বনে দুটি মুভি

everything is fair in love and war আমার মতন হয়ত অনেকেই আছে যারা ছোট বেলায় ( আমি এখন ছোটই আছি ) তিন গোয়েন্দা এর চরম ফ্যান ছিলেন । ৫২ টা ভলিউম পইড়া আপাতত পজ করছি । কিন্তু এর দুইটা গল্পের হুবহু কাহিনি নিয়ে দুইটা মুভি হইছে কেউ দেখছেন ? আমি কিন্তু বিখ্যাত মুভি Stand By Me এর কথা বলছি না । এটা স্টিফেন কিং এর আর একটি অনবদ্য গল্প থেকে মুভি বানানো । তিন গোয়েন্দা মূলত The Three Investigators Mystery Series - U.S. Editions (১৯৪৬-১৯৮৭) ।

এই ৪১ বছরে এর ৪৩ টা মত বই বেরিয়েছে এই সিরিজের । রকিব হাসান অবশ্য সিরিজ শেষ হওয়ার কিছু আগ থেকে এর অনুবাদ শুরু করেন । ১৯৮৫ খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে শুরু হয় এই সিরিজটি । সেবা প্রকাশনি রহস্য পত্রিকা , মাসুদ রানা এবং কুয়াশা দিয়ে পাঠকের মন জয় করেছিল অনেক আগেই । কিন্তু রকিব হাসান সেবা প্রকাশনীর মাধ্যমে মূলত টিনেজ বিরাট একটা গোষ্টির কাছে এই সিরিজ এমন ভাবে তুলে ধরেন যা চরম জনকপ্রিয়তা পায় ।

এমনকি আমি অনেক বয়স্ক লোকও দেখেছি যারা এই সিরিজের চরম ফ্যান । রকিব হাসান The Three Investigators এর রবার্ট আর্থার , উইলিয়াম আরডেন সহ আরও কিছু গল্প অনুবাদ করে ২০০৩ এর দিকে এই সিরিজ ছেড়ে দেন পরবর্তিতে শামসুদ্দীন নওয়াব বিভিন্ন গল্প অবলম্বনে এটি লেখার কাজ চালিয়ে যাচ্ছেন । এনিড ব্লাইটনের "ফ্যামাস ফাইভ নিয়েও কিছু বই লেখা হয়েছে । এর মূল সিরিজের সাথে মিল রেখে রকিব হাসান কিছু চরিত্র এবং প্লটের এমন সংমিশ্রন ঘটান যা আসলেই অসাধারন কাজ বলতে হবে । মূল সিরিজে কিশোর পাশার নাম থাকে জুপিটার জোন্স তবে মুসা এবং রবিনের নাম ঠিক রাখা হয়েছে ।

মজার ব্যাপার হল এই সিরিজ প্রথম যখন পাব্লিশ করা হয় তার নাম দেওয়া হয় "Alfred Hitchcock and the Three Investigators" সাথে Sir Alfred Hitchcock জড়িত এটা অনেকেই জানে না । ডেভিড ক্রিষ্টোফার মূলত মূল সিরিজে আলফ্রেড হিকচক বিখ্যাত পরিচালক হিসাবে পরিচিত । মূলত এই সিরিজ জনকপ্রিয়তা পাওয়ার জন্য আলফ্রেড হিকচককে ব্যাবহার করা হয়েছিল । কাহিনি এমন ছিল যে তিন গোয়েন্দা তাদের কেস রিপোর্ট আলফ্রেড হিকচক এর কাছে জমা দিত তার মুভির কাহিনির জন্য । রকিব হাসান এর আমাদের মতন টিনেজ দের জন্য তার এই সৃষ্টি সত্যি প্রশংসা যোগ্য ।

সেবা প্রকাশনী আগে থেকেই জনকপ্রিয় ছিল রহস্য পত্রিকা , মাসুদ রানা ( মাসুদ রানা এর চেয়ে বড় নেশাদায়ক জিনিস । কারন এতে থ্রিলার , সান্সপেন্স , চরম কাহিনি , এডাল্ট কন্টেন্ট এর সংমিশ্রন এবং সাথে যে প্লাটর্ফরম তাতে এর নেশায় না পড়ার কারন নাই ) এবং কুয়াশা সিরিজ এর জন্য । কিন্তু কিশোর শ্রেনির কাছে সেবা প্রকাশনি ব্যাপক জনকপ্রিয়তা পায় এই সিরিজের মাধ্যমেই । যাই হউক দুই লাইন লিখতে যেয়ে এত লিখে ফেললাম এই তিন গোয়েন্দা দুইটা গল্পের হুবহু কাহিনি অবলম্বনে দুইটা মুভি হইছে । 1. The Three Investigators and the Secret of Skeleton Island (2007) http://www.imdb.com/title/tt0476603/ তিন গোয়েন্দার প্রথম দিককার গল্প কঙ্কাল দ্বিপ এর কাহিনি অবলম্বনে এটি নির্মিত ।

ডাউনলোড লিঙ্ক Click This Link পাইরেটবে তে আমার কয়েকদিন ধরে ঝামেলা করতেছে । উপরের লিঙ্ক কাজ না করলে এখানে দেখুন । 2.The Three Investigators and the Secret of Terror Castle (2009) http://www.imdb.com/title/tt1156519/ ডাউনলোড লিঙ্ক স্টেজভূ লিঙ্ক প্রব্লেম নাই Three Investigators Complete Series PDF E-BOOK Click This Link পোস্ট শেষে একটা সুসংবাদ দিই... রকিব হাসান ইজ ব্যাক । আজকে তিন গোয়েন্দা ভলিউম ১২৬/২ বের হওয়ার কথা। যেটা সম্পূর্ণ রকিব হাসান লিখেছেন।

মূল্য ৮৯ টাকা । রকিব হাসান লেখা ছেড়ে দেওয়ার পর আমিও এটা বাদ দিয়েছিলাম । কাল এটা কিনব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।