মানুষ আমি আমার কেন পাখির মত মন ........ বড় হওয়ার পর এমন কোন মানুষই পাওয়া যাইবো না যে তার ছোটবেলাকে মিস না করে !!! আমি খালি মিসই করি না, নগদে চইলা যাইতে ইচ্ছা করে। এখন আসলেই অনেক ভালো আছি তারপরও মনটা বিশাল কান্দা কান্দে
ছোটবেলায় বিশাল পরিমান মাইর খাইতাম, যদিও মেয়ে তারপরও ছাড়াছাড়ি নাই। এতো মাইর দিয়াও আমারে চেঞ্জ করতে পারে নাই আব্বা খালি ভালো হইতে কইতো, আম্মা কসায়া মারতো হাতের কাছে পাইলে, বেশিরভাগ সময় পাইতো না সবচেয়ে বেশি মারত ডাইনীটা। ডাইনী ইক্যুয়ালস টু আমার মেজ ফুপি। আমার আব্বা আম্মা ২জনই পরিবারে্র বড়।
তাই আমাদের বাসাতেই ফুপি কাকা একসাথেই থাকতো। পরে ছোট খালাও আসে।
তো মাইর যা খাওয়ার এই ডাইনীর কাছেই খাইতাম। অবশ্য এখন বুঝি আমারে হুদাই মারতো না এতো বিচার তখন নাকি কোন পুলার নামেও আসতো না। আম্মার ভাষায়, যেনে দাও না লাগবো হেনে অই কুড়াল লাগায়া আহে
আমরা তখন গাজীপুরে থাকি।
একবার কি কারনে জানি, আম্মা আর ডাইনী ২ জনই ইচ্ছামতন পিডান দিল, এইটা কোনো কথা??? খুব রাগ লাগলো, আব্বার একটা দোস্তের বাসায় গেলাম গা ঘুরতে। আন্টি আদর কইরা বসায়া লাড্ডু খাইতে দিল আর বাসার সবাইর কথা জিগাইলো। আমার তো এম্নিতেই রাগ উইঠা রয়ছে তার উপর হাতের মাইরের দাগটা আমার দিকে কটকট কইরা তাকায়া আছে , কইলাম আম্মা আর ফুপি ২ জন মিল্লা ফাটায়া ঝগড়া করতাছে, আমি খালি মাঝখান দিয়া যাইতেছিলাম তাতেই আমারে মাইরা আলুভরতা বানায়া ফালাইছে!!!! এই যে দেহেন, আন্টি দাগ দেইখা ২টা মরন চিক্কুর দিল। কইলো এমনে কেউ মারে? কাহিনী কি হইসে বল তো??? আমি তাড়াতাড়ি একটা কাহিনী বানাইলাম। কইলাম, ফুপির বিয়া আয়ে না দেইখা আম্মার উপর রাগ দেখায়।
আর আম্মা কিছু কইতে গেলেই ঝগড়া করে। বাস্তবে কিন্তু এই ২জনের অনেক ভালো মিল। জীবনেও ঝগড়া করে নাই। আন্টি আমার কাহিনী শুইনা আতকায়া উঠল, তো তোমার আম্মার লগে রাগ করে কেন??? আমি কই, একে তো আম্মার বিয়া হইয়া গেসে আর আম্মার ভাইগুলা একটাও ফুপিরে লাইন দেয় না আন্টী কিছু একটা সন্দেহ কইরা বসল, কিন্তু আমারে জানতে দিল না। কয় চল তোমাগো বাসায় যাই, আমি তো এইবার ভয় খায়া গেলাম।
কইলাম, হেরা যদি জানে বাসার কথা আপ্নেরে কইছি তাইলে ডাইলভর্তা বানাইলাইবো। জানবো না , চল। গেলাম বাসায়, যাইয়া দেখি ২ জনই চা নাস্তা খাইতাছে একলগে বইয়া, আমার তো আত্মার পানি শুকায়া খটখট আন্টি হয়তো বুঝতে পাইরা সেদিন খালি আমার দিকে তাকায়া মুচকি হাইসা ভেতরে গেল গা। পরে শুনছি আন্টি নাকি কিছুই নাকি জিগায় নায় কিন্তু আমিই ততক্ষনে আম্মার কাছ থেইকা এইডা জাননের লিগা বাকি সব ফাস কইরা দিসি
হাত ব্যাথা করতাছে, আর লেখতে পারুম না। আবার পরে লেখমু।
ভালো থাকিয়েন সবাই। পড়ার লিগা ধইন্যা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।