আমাদের কথা খুঁজে নিন

   

কতোয়ালের দল কাজীর নিদের্শ বাস্তবায়ন করে চলে...............।

not now কাজীর দরবার! ফরিয়াদী কাঠুরীয়া। তার জীবিকার একমাত্র অবলম্বন কুঠার খানা চুরি গেছে। চুরি করেছে প্রতিবেশী কিষাণ হারান মিয়া! এখন পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম। নিরুপায় হয়ে কাজীর দরবারে ফরিয়াদ নিয়ে এলেন। কাঠুরিয়ার কান্নাভেজা চোখ, দুঃখ ভরা কাহিনী শুনে কাজীর মন বিগলিত।

হারান মিয়ার চুরির কারনে কাঠুরিয়ার পুরা পরিবার বিপদাপন্ন!! রাজা হুকুম দিলেন - কতোয়াল যাও, গিয়ে হারান মিয়াকে ফাসিতে ঝোলাও! কতোয়াল চল্ল হারান মিয়ার বাড়ী, - হারান, হারান বাড়ী আছো? - হারান বাড়ীত নাই । এক বৃদ্ধা মহিলা উত্তর দেয়। -আপনি হারানের কি? - আমি ওর মা। - হারানের তো ফাসির আদেশ হইছে, হারান বাড়ীত নাই তো কি হয়েছে? হারান যেহেতু দোষী, তুমিও দোষী। হারানের ফাসি মানে তোমার ও ফাসি।

কতোয়ালের দল কাজীর নিদের্শ বাস্তবায়ন করে চলে...............। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.