একটা কাজের positive aspect কী হবে , এর negative aspect কী হবে এগুলো বিবেচনা না করে যে কাজ করে, তাকে আমারা ভাল পরিকল্পনাবিদ বলতে পারি না । আমি একটা কাজ করব এর ভাল ও খারাপ দুটো দিকই আমাকে বিবেচনা করতে হবে । খারাপ দিকটাকে কীভাবে overcome করে কাজটাকে সুন্দরভাবে সফল করা যায়, সেদিক বিবেচনা করে যে কাজ করে, তাকে আমরা ভাল পরিকল্পনাবিদ বলতে পারি ।
কিন্তু, আমাদের দেশের socio-economic condition -এ যে যার ইচ্ছামত কাজ করছে। ফলশ্রুতিতে আমাদের দেশ, জাতি ও সমাজের এই বেহাল দশা ।
TV channel গুলো খুললেই Road Accident এ, না হয় আপনার ভাই মারা যাচ্ছে, না হয় আমার বোন মারা যাচ্ছে । প্রতিনিয়তই আপনার আমার কোন না কোন আত্মীয়-স্বজন মারা যাচ্ছেই । সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার গ্যাঁড়াকলে পড়ে প্রতিনিয়তই কেউ না কেউ মারা যাচ্ছেই । সবাই যেন মৃত্যুর মিছিলে যোগদান করছে । সেই মৃত্যুর মিছিলের বিষাক্ত ছোবল থেকে কেউই রেহাই পাচ্ছে না ।
শিশু-তরুণ, যুবা-বৃদ্ধ, আবাল-ভণিতা, সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে, ছাত্রসমাজ, সাংবাদিক, সুশীল সমাজ, এমনকি যারা দেশের talent , দেশের মেধা তারাও দলে দলে মৃত্যুর মিছিলে যোগদান করছে ।
এর জন্য সদা প্রস্তুত থাকি, সদা উদ্বিগ্নতার মধ্যে থাকি , হয়ত একদিন শুনব আমার পরিবারের কেউ, আমার পরম আপন কেউ এই মৃত্যুর মিছিলে যোগদান করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।