যে মুখ নিয়ত পালায়......। ।
"তেইশ চব্বিশ বছর বড়ো কম সময় নয়। এই সিকি শতাব্দী পরিমাণ সময়ের মধ্যে আমাদের জাতীয় সংস্কৃতির ভিত্তিটি স্থাপিত হওয়া উচিত ছিল। বাংলাদেশের সাহিত্যে দু তিনটি কবিতার বই,দু তিনটি উপন্যাস,দু তিনটি প্রবন্ধের সংকলন,দুটি কি তিনটি উল্লেখ করবার মতো নাটক বা অ-নাটক এই ই তো আমাদের মোটামোটি মানস ফসল।
এই সাহিত্য নিয়ে বিশ্ব দরবারে হাজির হওয়া দূরে থাকুক, সামগ্রিক বাঙলা সাহিত্যের উৎকর্ষের নিরিখে এ আর এমন কি!কালজয়ী এবং দেশজয়ী হওয়ার স্পর্ধা রাখে এমন কোনো সাহিত্য এদেশে রচিত হয়নি। তবু বাঙলা ভাষাভাষী জগতে বাঙলাদেশের সাহিত্যের যে দিকটি বিশেষ স্থান আছে আমরা মনে করছি, তার কারন আমরা অত্যধিক অযৌক্তিক আশাবাদী এবং বিচার বোধ বর্জিত। লাভ ক্ষতি খতিয়ে দেখার ক্ষমতা আমাদের খুবই সামান্য। কেউ যখন আমাদের পিঠ চাপড়ায়,তখন মহানন্দে আমদের দেশের গর্জনকারী চতুস্পদ জন্তুটির মত লেজ নাড়তে থাকি। "
উপরের অংশটুকু আহমদ ছফার সাম্প্রতিক বিবেচনাঃবুদ্ধিভিত্তির নতুন বিন্যাস বই থেকে নেয়া।
ছফা বলেছেন তেইশ চব্বিশ বছরে আমাদের বিশ্ব দরবারে যাওয়ার মত কোন সাহিত্য রচিত হয় নি? এমনকি সামগ্রিক বাঙলা সাহিত্যের উৎকর্ষের নিরিখে তেমন কিছু না আমাদের এদেশে রচিত সাহিত্যসম্ভার!
তেইশ বছরের পর এতদিনে আরো বছর গেছে। এখন তো প্রায় চল্লিশ বছরের মত চলে গেছে। এই চল্লিশ বছরে সাহিত্যে আমাদের অর্জন কি রকম বলে আপনার মনে হয়? আপনি কি ছফার মত মনে করেন বিশ্ব দরবারে যাওয়ার মত কিছুই হয় নি?
বাংলাদেশের সাহিত্যে দু তিনটি কবিতার বই,দু তিনটি উপন্যাস,দু তিনটি প্রবন্ধের সংকলন,দুটি কি তিনটি উল্লেখ করবার মতো নাটক বা অ-নাটক এই ই তো আমাদের মোটামোটি মানস ফসল—এ কথাটির সাথে কি আপনি এক মত?
না আপনার মনে হয় আরো অনেক বেশী ভাল মানের গ্রন্থ এদেশে রচিত হয়েছে? (পারলে নাম উল্লেখ করুন) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।