আমাদের কথা খুঁজে নিন

   

সেরা আবেদনময়ী মিলা

প্রথমবারের মতো ‘এফএইচএম’ ম্যাগাজিনের সেরা আবেদনময়ী নারীর খেতাব অর্জন করেছেন মিলা। এ বছর মিলা কিউনিসের জন্য খুবই ভালো একটি সময়- তার সিনেমা ‘টেড’ এ বছর সবচেয়ে ব্যবসাসফল কমেডি সিনেমা ছিল। বর্তমানে তারকা হিসেবে তার চাহিদা অনেক বেশি।
সেরা আবেদনময়ী নারীর এবারের তালিকায় মিলার পরেই দুই নম্বরে রয়েছেন গায়িকা রিহানা। তালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন ব্রিটিশ তারকা হেলেন ফ্ল্যানাগান, মিশেল কিগ্যান এবং কেলি ব্রুক।

এ বিষয়ে হেলেন বলেন, “ইংল্যান্ডের সবচেয়ে সেরা আবেদনময়ী নারীর খেতাব পেয়ে আমি আসলেই অভিভূত। ”
সেরা আবেদনময়ী নারীর তালিকায় প্রথম স্থানটি পেয়ে এবার ব্রিটিশ নারী শিল্পীদের দীর্ঘ তিন বছরের ঐতিহ্যকে ভেঙেছেন মিলা। কারণ ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত সেরা আবেদনময়ী নারীর তালিকায় প্রথম হয়ে আসছেন ব্রিটিশ সুন্দরীরা।
২০১০ সালে এই খেতাবটি পান গায়িকা শেরিল কোল, ২০১১ সালে মডেল-অভিনেত্রী রোজি হান্টিংটন-হোয়াইটলি। ২০১২ সালে খেতাবটি জেতেন ব্রিটিশ গায়িকা টুলিসা কন্তোস্তাভলোস।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।