মাংসের গন্ধ পাচ্ছি. . কাঁচা না, রান্না করা.। । । আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে আল্লাহতায়ালা এবং হুযুর(সঃ) এর প্রতি পূর্ণ আনুগত্য্ দেখানোর চেষ্টা করি এবং করে যাব, যতক্ষন নিঃশ্বাষ থাকে।
তবে ইসলামের নামে ভন্ডামী বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য ইসলামকে ঢাল বানানো কোনভাবেই সমর্থন করি না, করবও না কোনদিন।
উপরের দুটি কথা বললাম এই জন্য যে, আমাকেও হয়তো কাঠ মোল্লা বা লোহা মোল্লা কোন একটা ট্যাগ লাগিয়ে দিতে পারেন কেউ, তবে হ্যাঁ, দয়া করে ছাগু বলবেন না। কারন, আগেই বলেছি, আমি ইসলামের নামে ভন্ডামী সহ্য করতে পারি না।
আমার বেশ কিছু হিন্দু বন্ধু আছে, তাদের সাথে আমার এত বেশি ভাল সম্পর্ক যে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি ধর্ম নিয়ে তাদের সাথে কোনদিন কোন বিতর্ক করি না, বা এমন কোন কথা বলি না, যে কথায় তাদের ধর্মের অসম্মান হয়, তাঁরাও করে না কখনও।
কারন আমি বিশ্বাস করি যে, সম্মান করলে সম্মান পাওয়া যায়। আজ যদি আমি তাদের ধর্মের কাউকে হেয় প্রতিপন্ন করি, তো কাল সে আমার ধর্মের কাউকে না কাউকে হেয় করবে।
যারা নিজেদের নাস্তিক, সুশীল ,প্রগতিশীল বলে পরিচয় দিচ্ছেন, তাঁরা বুকে হাত দিয়ে বলতে পারবেন, আজ যদি ইসলামের কোন নবী কে হেয় না করে হিন্দু অথবা অন্য ধর্মের কাউ কে ছোট করা হতো, আপনারা এমন-ই নির্লিপ্ত থাকতেন? না , থাকতেন না, শুধু ব্লগ না, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ায় কলম আর মুখের ফল্গুধারা বয়ে যেতো।
দেশের কিছু সুশীল ব্যাক্তি বা প্রিন্ট মিডিয়া আছে, যারা নিজেদের পরিচয় দেয় মুক্তমনা হিসেবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে লেখাটাই যেন তাদের কাজ, এত বড় একটা কান্ড ঘটে গেল, কিন্তু সেই সুশীলদের কোন মধুর বানী শুনতে পাই নি এখনও, কেন? আপনি তো মুক্তমনা, উদারপন্থি, তাওহলে একটা ধর্মের মানুষদের বিশ্বাসে আঘাত হানা হলো, আর আপনি বা আপনারা চুপ কেন? আজ যদি স্বামী বিবেকানন্দ বা লোকনাথ বা অন্য কাউ কে নিয়ে এটা করা হতো, তাহলে না জানি দেশে কেমন সিডর বয়ে যেত। যা বলতে চান, তা সরাসরি বলুন, ঝেড়ে কেশে বলুন, স্পষ্ট করে বলুন, মুখোষ পরে কেন?
আসুন অন্যকে শ্রদ্ধা করতে শিখি, তাহলে নিজেও পাব, তা না হলে শুয়ে থেকে আকাশের দিকে থুথু ছিটালে সেটা নিজের মুখেই পড়বে।
সামহয়্যারের স্পষ্ট করে বলা উচিত-" বাকস্বাধীনতা অবশ্যই থাকবে, কিন্তু খাটো করা হবে না কোন ধর্মকেই"…(তা না হলে, সামুকেও ওই তথাকথিত মুক্তমনাদের মতই মনে করব) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।