আমাদের কথা খুঁজে নিন

   

সোনো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান (মুভি রিভিইউ)

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। Snow White , গ্রিম ভাইদের ক্লাসিক একটি ক্রিয়েশন । Snow White গল্প পড়েননি এমন কাওকে খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে । Snow White নামে একটি সুন্দর মেয়ে । মা মারা যাবার পর ও তার পর সৎ মায়ের অত্যাচার ।

Snow White এর পালিয়ে যাওয়া , তাকে খুজতে একটি শিকারি কে ঠিক করা, একটি দুখি মেয়ের উপর শিকারির মায়া হওয়া ও তাকে ছেড়ে দেওয়া । Snow White এর সাথে ৭টি বামনের দেখা হওয়া , তাদের সাথে বন্ধুত্ত সৃষ্টি ও তাদের সাথেই থেকে যাওয়া । Snow White কে শেষ করার আশায় সেই সৎ রাণীর বিষ মাখান আপেল খাওয়ান । মৃত Snow White এর পাশে বামনরা যখন কাদছে তখন ঘোড়ায় করে প্রিন্স এর আসা । Snow White কে কিস করে সৎ রাণীর কার্স ভেঙ্গে ফেলা ।

Snow White এর ওয়েডিং এর সময় রানীর প্রত্যাবর্তন ও রানীকে শাস্তি হিসেবে লোহার জুতো পড়ে মরার আগ পর্যন্ত নাচতে থাকা্র নির্দেশ......... মূল গল্পটির সারাংশ ঠিক এমনি । Snow White and the Huntsman [২০১২] এবার আশা যার মুভিটির কথায় , হলিউড আজ কাল মুভির গল্প খুজে পায় না । হয় রিমেক করে , হয় রিবুট করে, নয়তো ক্লাসিক গল্পের মান সম্মান সব নষ্ট করে ব্যাবসার জন্য মুভি বানায় । Snow White and the Huntsman এর ক্ষেত্রে এই কথা গুলি একে বারেই মিলে যায় । Snow White গল্পটি সিন্ডারেলা , র্যা পঞ্জেল এর মতই মেয়েদের গল্প ।

এটি থেকে বেরিয়ে আসতেই মনে হয় রাইটাররা মুভিতে ডার্ক ওয়েদার ও একশন লাগিয়েছে । কিন্তু অরিজিনালকে পাস করে নতুন কিছু সৃষ্টি করা সহজ কাজ নয় । কিন্তু আবার মুভিটিকে অন্তত মান সম্মত ও ইন্টারটেইনিং করা তেমন কঠিন নয় । Snow White and the Huntsman এর স্কৃপ্ট খুব একটা মান সম্মত যে হয়েছে তা বলা যায় না । মুভিটি শুরু হয় Snow White এর ছোট বেলা থেকে ।

মা মারা যাবার পর Snow White এর বাবা যুদ্ধে বন্ধি র্যাুভানা নামে এক রূপসী মেয়ে কে বিয়ে করে । র্যাাভানা একজন উইচ ও সে রাজাকে মেরে পুরো রাজ্য দখল করে নেয় । র্যাবভানা Snow White কে বন্ধি করে রাখে এবং পুরো কিংডমকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ডার্ক কিংডম বানিয়ে দেয় । র্যারভানা তার রুপকে ধরে রাখতে রাজ্যের সকল রুপসী মেয়েদের ধরে নিয়ে ম্যাজিক দিয়ে তাদের রুপ নিয়ে নেয় । কিন্তু তার ম্যাজিক মিরর বলে যে একমাত্র র্যা ভানা Snow White এর হার্টই তাকে ইম্মর্টাল বানিয়ে দেবে ।

এদিকে বহুদিন বন্ধি থাকা Snow White এখন যুবতি । তাকে রানীর কাছে নেবার সময় সে পালিয়ে যায় ডার্ক ফরেস্টে । তাকে খোজার জন্য এক হান্টসম্যানকে ঠিক করা হয় যার নাম Eric (আমার জানা মতে Eric হল মার্ডান নাম । মুভিটির কাহিনী যে সময়কার তখন এই নাম কিভাবে আসল কে জানে) , মুল গল্পের মতই হান্টসম্যান Snow White কে ধরিয়ে দেয় না আবার ঠিক সে সময়ই মুল গল্পকে বাশ মেরে হান্টসম্যান Snow White নিয়ে পালিয়ে যায় যেন সুন্দর এক লাভ স্টোরি তৈরীর জন্য । এক সময় তাদের এক ট্রল এট্যাক করে ।

হান্টসম্যান তার অস্ত্র দিয়ে শত চেষ্টা করেও যাখন ট্রলকে মারতে পারে না তখন Snow White লাফ দিয়ে এসে পরে তার সামনে । Snow White এর দিকে তাকিয়ে ট্রলও যেন তার প্রেমে পড়ে যায় (!!!!) তা সেই ট্রল তাদের কিছু না বলে চলে যায় । কিছুক্ষন পর Snow White এর সাথে দেখা হয় ৭টি বামনেন । মুল গল্পে বামন গুলি যেমন শান্ত এর হাসি খুশি মুভিতে ঠিক তার উলটো , এখানে বামন গুলিকে দেখান হয়েছে রাগী ও ফাইটারের মত । বামনরাও Snow White এর সাথে তাকে সাহায্য করার জন্য লেগে পরে ।

এদিকে Snow White এর ছোট বেলার সাথী William Snow White কে পাবার আশায় রানীর সৈন্যদের সাথে ছদ্দবেশে যাত্রা করে .........গল্পের আর কিছু বাকি আছে কিন্তু সে গুলি বলে আপনাদের মুভিটি দেখা মাটি করতে চাই না । গল্পের কিছু কিছু দিক যেমন ডার্ক ভাব গুলি ও বামনদের আবর্তন ও ম্যাজিক ফরেস্ট এর বর্ননা এমন কিছু ভাল হলেও মাঝে মাঝে এমন কিছু লেইম ড্রামা রয়েছে যা দেখলে মনে হয় সোপ ওপেরাও (হিন্দি সিরিয়াল) ফেল । মুভিটিতে যদি লেইম লাভ ড্রামা না থেকে আর রাজ রাজা যুদ্ধ না দেখিয়ে যাদি আরো ফ্যান্টাসি একশন ও আরো ডার্ক বানাত তাহলে মুভিটি মুল গল্প থেকে ভিন্ন হলেও ভালই ইন্টারটেইনিং হত । এবার আসি কাস্টের কথা , Kristen Stewart , সেই Twilight এর রিভিউএর সময়ই বলেছিলাম এবং আমি সে একই কথা আবার বলব "তার এক্টিং বাদ দিয়ে আর দশ বছর এক্টিং ক্লাস নেয়া উচিত" "She is beautiful but one needs to learn acting to become an actor, if u know what I mean " মুভিতে Kristen না থাকলে আসলেই মুভিটি অনেক ভাল লাগত । পুরো মুভিতে তার ফেইস এক্সপ্রেশন যে কত খারাপ ছিল তা বলার অপেক্ষা থাকে না ।

মুভির ফোর্থ কোয়াটারে Kristen এর "টাফ লেডি" এক্টিং দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাবার দশা । Kristen এর খারাপ এক্টং মুভিটিকে ভাল ভাবেই ডুবিয়েছে বলে আমি মনে করি । Charlize Theron আমার খুবই ফেভারেট এক্ট্রেস । তার সকল মুভিই আমি দেখেছি । Evil Queen রোলটি সে খুবই ভাল করবে বলে আমি আশা করি ছিলাম ।

"And/but I Stand WRONG" তার পার্ফর্মেন্সে আমি হতাশ । চার্লিজ এর ফেইস রি-একশন ও প্রয় সব কিছুই এক্কেবারে পার্ফেক্ট Evil Queen হলেও আনলেভেল্ড হাই-পিচ ডায়ালগ ও নানান লেইম ড্রামা তার ক্যারেকটারটিকে পুরোই ডুবিয়ে দিয়েছে । এর জন্য স্কৃপ্ট ও ডিরেকশন কেই আমি অনেকাংশেই দায়ী করব । Chris Hemsworth তার Thor ভাব গিড়ি ভাল মত দেখালেও যখনই Kristen এর সাথে স্কৃন শেয়ার করেছে তখনই সব এক্কেবারেই মাটি । একশন সিন গুলি কৃস ভাল ভাবে করলেও ন্যাকামি সিন গুলিতে তাকে এক্কে বারেই মানায়নি ।

William এর রোলে ছিলেন Sam Claflin । Pirates of the Caribbean: On Stranger Tides এ তার রোলট যেমন ছিল এখানেও ঠিক তেমনই । বরং এখানে তার এক্টিং এর অবনতিই হয়েছে । মুভিতে ৭ জন বানম এর রোলে ছিলেন Ian McShane ,Bob Hoskins, Johnny Harris , Toby Jones , Eddie Marsan , Ray Winstone ,Nick Frost ,Brian Gleeson । এরা সকলেই ভাল এক্টর আর মুভিতে এরাই ছিল এক্কেবারেই পার্ফেক্ট ।

মুভির ডিরেক্টর Rupert Sanders । এটা তার প্রথম মুভি ডিরেকশন । প্রথম হিসেবে তাকে নিয়ে কিছু বলা উচিত হবে না । কিন্তু আমার মনে হয়েছে তার লোকেশন শট গুলি খুবই ভাল হয়েছে কিন্তু ক্লোজ শট গুলি তেমন ভাল হয়নি। মুভির ইডিটিং খুবই খারাপ ছিল ।

ইডিটিং এর অনেক ভুল খুবই সহজেই চোখে পরার মত ছিল । মুভির সাউন্ড ইফেক্ট ছিল খুবই খারাপ ও সাইন্ড ট্র্যাক এক্কেবারেই ভাল ছিল না । মুভির খুব পজেটিভ দিক হল মুভিটির লোকেশন ও টফেক্ট । চমৎজার এক শুটিং লোকেশন ও সেট এবং সেই সাথে ডার্ক ওয়েদার এর ইফেক্ট ও ম্যাজিক ফরেস্ট এর ইফেক্ট ছিল খুবই ভাল । কোন গল্প ও এক্টিং ছাড়া যাদি সেই লোকেশন গুলিও দেখান হত তাহলেও মুভিটি অনেক ইন্টারটেইনিং হত ।

অনেক কিছুই বললাম, মুভিটির নেগেটিভ দিক বেশি হলেও মুভিটির সবচেয়ে খারাপ দিক ছিল এক্টিং । গল্প ভিন্ন হলেও যদি মুল Snow White এর সাথে তুলনা না করলে দেখলে টাইম নষ্ট হবে না । কারন এতে ভিন্ন এক স্বাদ পাওয়া যায় । কিন্তু লিড রোলে Kristen এর এক্টিং Snow White and the Huntsman কে অনেকটা Twilight with the Huntsman এর মতই লেগেছে । আপনারে সকলেই মুভিটি দেখবেন ও আপনাদের মত দেবেন ......... মুভিটির আর একটি সিকোয়েল হাবার কথা ছিল ।

কিন্তু মুভিড় ডিরেক্টরের সাথে Kristen এর ইটিশ পিটিশ এর কারনে সিকোয়েল হলেও Kristen কে যে নেয়া হবে না সেটা এখন কনফার্ম (প্রেস কনফারেন্সে Kristen যে কান্দা কানছে সেটা যদি একটিং হয় তাহলে "she is getting better")! উনিভার্সাল ঠিক করেছে যে তারা হান্টসম্যান এর চরিত্র নিয়ে স্পিন ওফ মুভি বানাবে । দেখা যাক কি হয় ! Rating: Script: 1.2 / 2 [not comparing with the original] Direction: 1.2 / 2 [New Director] Acting: 0.6 / 2 [Kristen as lead Role] Effect, Sound & Location: 3.0 / 4 Total: 6.0 / 10 *আশা করি সকলেই রিভিউটি পরে কমেন্ট করবেন। Snow White and the Huntsman, an 2012 Universal Pictures production, A film By Rupert Sanders Released On June 1. For More Info Go to the official Site :- http://www.snowwhiteandthehuntsman.com [Akkhar khan] Thank You For ur Time! Snow White and the Huntsman (2012) [EXTENDED] BluRay l 720p l 800MB Mediafire: http://www.mediafire.com/?95re3fqjm26eqxj http://www.mediafire.com/?4xt12yamj1q1xou http://www.mediafire.com/?8e4plsaaxmcxa6y http://www.mediafire.com/?lh7dq8al1hx8qqd http://www.mediafire.com/?kle52ukdalgxd63 Resumeable single link: http://www.uploadcore.com/1xj63txolm7j Torrent: Blu Disk Rip l 2.2 GB Click This Link OR BRrip l 708.09 MB Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.