বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। অবশেষে সামহোয়্যার ইন ব্লগের নোটিশ বোর্ডের পোষ্টটি কিঞ্চিত হলেও সমস্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয় মানুষকে প্রশান্তি দিতে পেরেছে বলে মনে হয়।
গত ২২শে সেপ্টেম্বরে হযরত মুহাম্মদ (সাঃ) এর ভাবমূর্তি ক্ষুন্ন করে এক কুলাঙ্গার ব্লগারের হীন কার্যকলাপ সমস্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয় মানুষকে প্রচন্ড ভাবে আঘাত করেছে। যাহা সকল মানদন্ডেই সামাজিকভাবে অগ্রণযোগ্য এবং সকল অর্থেই আক্রমনাত্মক এবং সাম্প্রদায়িক সম্প্রতির সহিত সাংঘর্ষিক।
সামহোয়্যার ইন ব্লগ বাক স্বাধীনতার প্লাটফর্ম হলেও এটি যে মানদন্ড মেনে চলে আলোচ্য পোস্ট কোনভাবেই তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
আমাদের দেশের প্রেক্ষাপটে আলোচ্য সামঞ্জস্যপূর্ণ হীন পোষ্টটি সমস্ত ধর্মপ্রাণ এবং শান্তিপ্রিয় মানুষকে আঘাত করেছে বলে সকলেই সহমত পোষন করেন।
সর্বোপরি সকলেই তার নিজ ধর্ম এবং মতবাদকে সবার উপরে স্থান দিতে চায়। সবার কাছে তার নিজ নিজ ধর্ম এবং মতবাদ উপরে বিধায় সবার উচিত প্রত্যেকের ধর্ম ও মতবাদকে শ্রদ্ধা করা নচেৎ সাম্পদায়িক সম্প্রতি যে অনুপম নিদর্শন আছে আমাদের দেশে তা ধুলায় লুন্ঠিত হবে। আর যেদেশ মুসলিম অধ্যুষিত সে দেশে তো ইসলাম ধর্মের অবমাননা মানা যায় না। এর অর্থ এই নয় যে অন্য ধর্মের অনুভুতিতে আঘাত করা।
যাই হোন ন কেন। সামহোয়্যার ইন ব্লগ টিমের কাছ থেকে আমরা এরকমই একটি নোটিশ আশা করে ছিলাম। কিছুটা দেরী হলেও এই পোস্টের পর আশা করি সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান হবে কিঞ্চিত হলেও।
সুতরাং কর্তৃপক্ষকে এই ব্যাপারে আরো মনোযোগী হতে অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।