আমাদের কথা খুঁজে নিন

   

AUTODESK REVIT ( আমার খুব প্রিয় একটি সফটওয়্যারে করা কিছু কাজ, দেখুন কেমন লাগে)

ভালো হতে চাই পড়াশুনা নিয়ে এতো ব্যস্ত ছিলাম লাস্ট কয়েকটা মাস যে কিছুতেই সময় করতে পারছিলাম না। আজকে লাস্ট ক্লাস ছিল। আমি একজন আর্কিটেকচার এর স্টুডেন্ট। এই শেষ সেমিস্টারে আমরা AUTODESK এর REVIT সফটওয়ারটি নিয়ে বেশ কিছু কাজ করেছি। আমার জানা সবগুলো সফটওয়ারের মধ্যে এটি ছিল বেস্ট।

বাংলা টাইপ করার অভ্যাস নাই তাই আজকে খুব বেশী কিছু লিখতে পারলাম না। তবে আপনারা যদি কেঊ আগ্রহী হন তাহলে আমি ভাবছি কিছু ভিডিও টিঊটোরিয়াল বানাবো যাতে সবাই খুব সহজে শিখতে পারেন। তো কথা না বাড়িয়ে আসুন দেখে নি। এই সফটওয়ারে আমার ডিজাইন করা সর্বশেষ একটি প্রজেক্ট। আমাদের কে বলা হয়েছিলো একটি হেলথ সেন্টারের ডিজাইন করতে।

মাত্র দুই সপ্তাহের ভিতর পুরোটা ডিজাইন করা আবার সেটি REVIT এ মডেল করা আসলে বেশ কষ্টসাধ্য ছিল। বেশ কয়েকরাত না ঘুমিয়ে কাজ করতে হয়েছে। আমি চেয়েছিলাম খুব সিম্পল রাখতে। দেখুন আপনাদের কেমন লাগে। সবার শেষে আমার আরও একটি ডিজাইন করা অফিস এর পিছনের ছবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।