ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো কাঠিমামা আজ একের পর এক রক্তগরম করা যুদ্ধের গল্প শুনাচ্ছেন ...কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা যাচ্ছে না ...উনি নাকি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ করেচেন...শরীর অস্থি দেখে যদিও মনে হয় না উনি কোনো কালে রাইফেল কাধে ঝুলিয়েছেন -দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি ব্রিজ অন দা রিভার কাওয়াই দেখেছিস তোরা? - জ্বী মামা, সেতো বিখ্যাত ছবি - হুম... ছবি টবি তাহলে দেখা হয়...গুড ...তালে বলতো কঙ্গো রিভারের যুদ্ধের ইতিহাস জানিস? - না মামা, এই যুদ্ধেও কি আপনি ছিলেন? - তা আর বলতে...ব্রিটিশ সিক্রেট সার্ভিস ডেকে পাঠিয়ে জানালো... একটা কমান্ডো অভিযানে যেতে হবে ..টপ সিক্রেট অপারেশন...কঙ্গো নদীতে বাধ বানায়ে হাইড্র-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট করার কাজ এগিয়ে চলছে ...এটা বন্ধ করতে হবে - কেন মামা? - আর বলিসনে, ব্রিটিশদের সব গিট্টু লাগানি বুদ্ধি ...ড্যাম বানালে বিদ্যুত বানাতে পারবে...উন্নতি হবে কঙ্গোর..তালে আর দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে সস্তায় ডায়মন্ড কিনতে পাবে না আমেরিকা-বৃটেনের মেমরা - ছি: ছি: মামা...আপনি এই অন্যায় যুদ্ধ করলেন? - পেটের দায় বুঝেসিস...তবে এই অন্যায় অপারেশনে যাতে কোনো রক্তক্ষয় না হয় সে ব্যবস্থা আমি করেছিলাম - কিভাবে? - রাতের আধারে ওদের ব্রিজে চিকা মেরে দিয়ে আসলাম.. পরদিন সকালে দেখি যারা ড্যাম বানাচ্ছিল তারাই ভেঙ্গে ফেলতে শুরু করলো - কেন কেন? - লিখে এসেছিলাম "কঙ্গোর ইশ্বর কালো"...তাই দেখে কঙ্গোর রাজা তার বিরোধীদলকে দোষ দিলেন...আর কঙ্গোর পাদ্রীরা বললেন এই অলুক্ষুনে ব্রিজ ভেঙ্গে ফেলতে হবে ...ব্যস..বিনা যুদ্ধে কার্য হাসিল - ওদের পাদ্রীরা এত বোকা? - হে হে ...তা তোদের ওলামারা কতটুক চালাক শুনি? ----------------------------------------------------------- অন্যান্য পোষ্টঃ কাঠিমামার বয়ান প্রধানমন্ত্রীর বেতনবৃদ্ধির দাবি জানিয়েছেন কাঠিমামা শেখ হাসিনা ও স্টিভ জবস টোনা মন্ত্রী ------------------------------------------------------- লেখাগুলো ফেইসবুকে বাঙ্গাল পেজের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।