গত ২১/০৯/২০১২ ইং রোজ শুক্রবার বিকাল ৪.৩০ টায় চট্টগ্রামের নেভাল এভিনিউস্থ রোটারী স্কুলে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ কর্তৃক আয়োজিত “ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ” এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মিসেস শাহীন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন রোটারিয়ান বোরহান উদ্দীন আহমদ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন রিজিউনাল রিপ্রেজেন্টেটিব ( আর আর) এবং আইপি.পি রোটার্যাক্টর মাঈনুদ্দীন রতন সহ অন্যান্য রোটার্যাক্ট অফিসিয়াল এবং ক্লাবের সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটার্যাক্টর ওয়াহিদুল আমিন সোহাগ। কর্মশালায় বক্তারা ক্লাব সদস্যবৃন্দের মধ্যে ফরেন এক্সচেঞ্জ নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্যে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ চলতি রোটা বছরের শুরু থেকেই বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের পাশাপাশি সদস্যবৃন্দের ব্যক্তিগত ও পেশাধারী দক্ষতা বৃদ্ধির জন্য সময়োপযোগী বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।