I always tell the truth. Even whn I lie.
সবধরনের মুভিখোরদের শুরুটাই বোধহয় একশন মুভি দিয়ে। আমি অনেককে বলতে শুনেছি, একশন মুভি নাকি তাদের ভালোলাগেনা, অথচ তাদের শুরুটাই কিন্তু একশন মুভি দিয়ে। এইযে তারা দেখছেনা বা তাদের ভালোলাগছেনা এটা কিন্তু খুব স্বাভাবিক। "কেন?" প্রশ্নের উত্তর আমরা সবাই জানি । এখন একশন ফিল্মের নামে লেবু কচলানো হচ্ছে।
হাবি-যাবি, ছাই পাশ বাংলাদেশী তরকারির মতো ভেজাল মিশ্রিত। দর্শক এখন আর আগের পর্যায়ে নেই।
আমি যখন মুভি দেখা শুরু করি, তখন ষ্টার মুভিজ ছিল একমাত্র সম্বল। তারপর এলো সিডি/ডিভিডি। ঐসব দোকানগুলোতে বরাবর একশন ফিল্মের প্রাধন্য বেশী ছিল।
তখন দেখতে দেখতে ইংলিশ একশন ফিল্মের প্রতি একতা বিশেষ দুর্বলতার সৃষ্টি হয়। ঠিক একই রকম দুর্বলতা আমার বাংলা ফিল্মের উপরও রয়েছে। দুর্বলতা বেশ গাড় কিছু, এইযে এতদিন পরেও একশন ফিল্ম প্রিতী কিন্তু নড়বড়ে নয় সঠিক জায়গাতেই আছে। মাঝে কিছুটা দিন একশন ফিল্ম থেকে একটু দূরে ছিলাম। সেটা আই এম ডি ২৫০ শেষ করতে গিয়ে।
সেখানে কিছু একশন ফিল্মে পরে গেছে যা ছিল হাতে গোনা।
শুরুর দিকে অর্থাৎ গোল্ডেন এইজে হলিউড একশন মানে যা বোঝাতো ব্যাপারটা এখন বদলে গেছে । জেমস বন্ড নির্ভরশীল সেই একশন ফিল্মগুলো ছিল একমাত্র সম্বল। বাজেটের ব্যপারটাও মাথায় রাখতে হতো। বিশ্বযুদ্ধ শেষ হলে বিনোদন বলতে অনেকটাই সিনেমা নির্ভর হয়ে পরলেও মানুষ একশন ফিল্মগুলো সেভাবে গ্রহন করতে পারিনি।
তখন যুদ্ধভিত্তিক,রোমান্টিক আর সাস্পেন্স নিয়ে পাবলিকের আগ্রহ বেশী ছিল। একশনের শুরুটা ৭০ দশকের পরে।
এই সময়ে হলিউড থেকে ঠিক নিচে নেমে এলে ( মাটি খুড়ে) একটা মিডিয়ার খোজ পাই। বর্তমান নাম ঢালিউড, এই মিডিয়াতেও সামাজিক-একশন নামের একটা জেনার শুরু হয়। আর এই ধাক্কায় মিডিয়াটার প্রসার বাড়তে শুরু করে।
অন্যরকম একটা মাত্রা পায় এই মিডিয়া। আপনগতীতে এগিয়ে যেতে থাকে সামনে। এই ব্যাপারে পরে একদিন বিস্তর কথা হবে। এখন হলিউডে ফিরে যাই।
একশন মুভিতো গুনে শেষ করা যাবেনা।
কিছু হিরো ও তাদের কাজ বাজ নিয়ে গাল-গপ্প করা যাক।
আমার প্রথম একশন অভিজ্ঞতা The Terminator দিয়ে। সেক্ষেত্রে আমিও আর ১০ জনের মতো Schwarzenegger এর ফ্যান হয়ে গেলাম। চোখ বন্ধ করে একশন হিরো ভাবতে বললে, লোকটার নাম এসে যায়। আমরা যারা ডিভিডি দিয়ে ফিল্মের রাজ্যে এসেছি, তারা দোকানগুলোতে Schwarzenegger যে সমগ্র দেখি তাতো আর কারও দেখিনা।
Schwarzenegger যেন একটা শক্তি। একটা অন্যরকম কিছু। এইযে আমি লিখছি আর নষ্টালজিক হয়ে যাচ্ছি। Schwarzenegger এর একশন মুভিগুলো আমাকে আলোড়িত করেছে। অন্তত্য সেইসময়ের জন্য মুভিগুলো সত্যি বেশী কিছু ছিল।
Total Recall ,Predator ,True Lies , Terminator Triology , Commando , Conan the Destroye,Conan the Barbarian। আমি এগুলোর নাম কিন্তু নিমিষেই বলে গেলাম। আরও আছে কিছু সেগুলো বলছিনা। আমি Schwarzenegger কে স্কিপ করে যাচ্ছি। এবং আরেকজনের কথা শুরু করছি।
Sylvester Stallone । এই একজন বড় মাত্রার একশন শিল্পী। এর মুভিগুলো দেখে বেশ রোমাঞ্চিত হতাম। এখানেও বেশ বরসড় নষ্টালজি কাজ করছে। Sylvester Stallone নামে তাকে চিনতাম না, শুধু আমি না সিডির দোকানীও একে Rambo নামে চিনতো।
Rambo সিরিজের চার টা মুভি আমার উত্তম পর্যায়ের পছন্দ। Rocky সিরিজটাও। Cliffhanger দেখা মাথা ঘুরে গেছিলো। একদিনেই ৩ বার দেখেছিলাম। পরে আরও অনেকবার।
Assassins , The Specialist , Cobra , Demolition Man , Assassins এগুলো আর Rambo,Rocky আমার একশন মুভি অভিজ্ঞতার একটা বড় অংশ জুড়ে রয়েছে।
এর পরে একটা গ্যাপ। নাম বলতে বললে, Bruce Willis । Die Hard এর চারটা মুভি আছে। সবগুলোই সেইরকমের।
ভয়াবহ সব একশন মুভি করেছে এই লোক। The Fifth Element , The Jackal , Armageddon , Sin City , Surrogates , Red এগুলোকে একশন কাতারে ফেলার পরেও আরও বেশ কিছু মুভি থেকে যায় যা হুট করে একশন বলা না গেলেও একশন একশন ভাবটা থাকে। আমি বলতে পারি, Bruce Willis একশন মুভিগুলোকে একটা অন্যরুপ দিয়েছে।
এবার আসছি আরেক গুরুর কতকথায়। ঠিক একশন নয় এর সাথে আডভেঞ্চারের একটা স্পেশাল মিশ্রনে Harrison Ford এর মুভিগুলো।
Raiders of the Lost Ark এর সবগুলো আর Star Wars এর প্রথম তিনটে মুভি একটু যেন অন্যরকম। The Mosquito Coast , The Fugitive , Air Force One ,এই মুভিগুলো ফোর্ডের একশন মুভির মাইলফলক।
হলিঊডের পাশাপাশি বাইরের কিছু কথা সেড়ে নেই। টপাটপ তিনজনের নাম বলা যেতে পারে Bruce Lee,Jet Li , Jackie Chan। এখানে স্পেশাল করে কোন ফিল্মের নাম আমি বলতে চাচ্ছিনা।
এখনো যখন হঠাত মন কেমন করে ওঠে, তখন একটু হাসতে ইচ্ছে হয়, রোমাঞ্চিত বা চিত্ত লেলিয়ে দিয়ে স্ক্রিনে চোখা রাখার বাসনায়, মানে একটা ফ্রেস ধ্যান আরকি, সহজ কথায় মুভি দেখে টাইম পাস করতে চাইলে, এদের যেকোন একটা ডাউনলোড করেই দেখে ফেলি।
হলিঊডে ফিরে আসি। Will Smith । এই নামটা যেন তার সময়ে একশনের একটা ধারার কথা বলে। প্রাঞ্জল অভিনয়ে, আর মুখ ভরা কটুক্তি নিয়ে এই লোক একের পর একশন ফিল্ম করে গেছে।
Men in Black, I, Robot,Independence Day, Hancock , I Am Legend , Enemy of the State , Bad Boys , ইত্যাদি। Will Smith একটা বড় হাল ধরেছিলেন, বেশ উদাহরনও তৈরী করেছেন।
Nicolas Cage যেন আরেকটা কিংবন্দন্তি। একটার পর একটা হিট। একটার পর একটা রোমাঞ্চকর একশন ফিল্ম।
মার সব থেকে প্রিয় একশন ফিল্ম অভিনেতা এবং একশন মুভির লিষ্টের তার মুভিগুলো যেন একটু বেশী এসে যায় সবসময়। Lord of War,National Treasure,Face/Of, Knowing , Bangkok Dangerous , Next , Gone in Sixty Seconds , Face/Off , Con Air , The Rock ।
Jason Statham কে ছাড়া কোন প্রকার একশন ফিল্মের সেরা লিষটা ভালোমতন দাড়াবেনা। একে প্রকাশ করতে গেলে বলতে হয়, একটা জিনিষ এই টাকলু। একের পর এক ধামাকা।
The Transporter ,Lock, Stock and Two Smoking Barrels,Snatch্, Safe , Crank, Death Race , War , Revolver , Chaos , Cellular , The Italian Job , The One । বিশাল লিষ্টি এবং ক্রেডিট এই লোকের ঘরে।
গাল-গপ্প শেষ। এবার কিছু খুচরো আলাপ।
Christian Bale বেল গোরার দিকে একশন দিয়ে শুরু করলেও নোলানের হাত ধরে মত বদলেছে।
তারপরেও তার ঝুড়িতে বেশ কয়েকটা একশন মুভি পরে আছে। যা সত্যি উপভোগ করার মতো। The Dark Knigh,Batman Begins,The Dark Knight Rises, Equilibrium , Terminator Salvation,Reign of Fire.
Hugh Jackman,Matt Damon,Russell Crowe এর খাতায়ও রয়েছে একশন ফিল্মের নাম। একশন ফিল্ম ছাড়াতো আর টারগেট হওয়া যায় না। কিন্তু ওদের একশন ফিল্মগুলো যে গতানুগতিক এর বাইরে সেটাই ওদের চিনিয়েছে।
Dwayne Johnson,Vin Diese,Van Damme এরা তিনজন আর WWF?WWE থেকে এসে ফিল্মে জুটেছে। জূটলেও এরা সাধারনত একশন নির্ভর ফিল্ম করে এবং এদের ঝুলিতেও বেশ উপর লেভেলের কিছু মুভি রয়েছে।
সব শেষে আরও বেশ কয়েকজন নাম মনে পরছে, যাদের একটু খানি হাতিয়ে দেখা হয়েছে। কিন্তু পরিমিত মুভি দেখা হয়নি যা নিয়ে বলা যায়। কিন্তু একশন ফিল্মের ফ্যান হিসেবে বলতে পারি এদের নাম না আনলে যে লেখাটাই পরিপুর্নতা পাবেনা।
Kurt Russell,Mel Gibso,Mark Wahlber,Keanu Reeves।
আর সব শেষে, আমার সেরা একশন ফিল্মগুলোর লিষ্ট।
1. Kill Bill: Vol. 1 2003
2. Kill Bill: Vol. 2 2004
3. Grindhouse 2007
4. From Dusk Till Dawn 1996
5. Sin City 2005
6. Hellboy II: The Golden Army 2008
7. The Terminator 1984
8. The Matrix 1999
9. Terminator 2: Judgment Day 1991
10. Lara Croft: Tomb Raider 2001
11. Aliens 1986
12. Lara Croft Tomb Raider: The Cradle of Life 2003
13. Sucker Punch 2011
14. Desperado 1995
15. Point Break 1991
16. Wanted 2008
17. Hard Boiled 1992
18. Highlander 1986
19. El mariachi 1992
20. Machete 2010
21. Equilibrium 2002
22. The Chinese Connection 1972
23. Face/Off 1997
24. Crouching Tiger, Hidden Dragon 2000
25. Predator 1987
26. The Long Kiss Goodnight 1996
27. Ghost Dog: The Way of the Samurai 1999
28. G.I. Jane 1997
29. Under Siege 1992
30. Team America: World Police 2004
31. The Dark Knight 2008
32. Fast Five 2011
33. Underworld: Awakening 2012
34. Mortal Kombat 1995
35. La Femme Nikita 1990
36. Blade II 2002
37. RoboCop 1987
38. Hero 2002
39. Underworld: Rise of the Lycans 2009
40. Underworld 2003
41. The Killer 1989
42. The Crow 1994
43. Blade 1998
44. The Matrix Reloaded 2003
45. Seven Samurai 1954
46. Die Hard 1988
47. The Fifth Element 1997
48. Once Upon a Time in Mexico 2003
49. True Lies 1994
50. Ip Man 2008
51. First Blood 1982
52. The Abyss 1989
53. Kick-Ass 2010
54. Iron Man 2008
55. Tropic Thunder 2008
56. Hard Target 1993
57. Die Hard: With a Vengeance 1995
58. Commando 1985
59. Rush Hour 1998
60. Ran 1985
61. The Running Man 1987
62. Chocolate 2008
63. Van Helsing 2004
64. So Close 2002
65. 'Crocodile' Dundee 1986
66. X-Men 2000
67. The League of Extraordinary Gentlemen 2003
68. Men in Black 1997
69. Drunken Master 1978
70. Demolition Man 1993
71. Live Free or Die Hard 2007
72. Under Siege 2: Dark Territory 1995
73. Total Recall 1990
74. Cliffhanger 1993
75. My Wife Is a Gangster 2 2003
76. Transformers 2007
77. Mad Max 2: The Road Warrior 1981
78. Ip Man 2 2010
79. Hanna 2011
80. Resident Evil 2002
81. Supercop 1992
82. The Boondock Saints 1999
83. 300 2006
84. The Blade 1995
85. The Princess Blade 2001
86. District 9 2009
87. Yojimbo 1961
88. Shoot 'Em Up 2007
89. Domino 2005
90. Star Trek 2009
91. Smokin' Aces 2006
92. The Legend of Drunken Master 1994
93. Fight Club 1999
94. Death Wish 1974
95. Die Hard 2 1990
96. Rush Hour 2 2001
97. Transformers: Dark of the Moon 2011
98. Lucky Number Slevin 2006
99. The A-Team 2010
100. S.W.A.T. 2003
101. AVP: Alien vs. Predator 2004
102. V for Vendetta 2005
103. Pitch Black 2000
104. Starship Troopers 1997
105. The Kingdom 2007
106. The Brave One 2007
107. Ong-bak 2003
108. Conan the Barbarian 1982
109. Strange Days 1995
110. A Better Tomorrow 1986
111. Red Sonja 1985
112. Enter the Dragon 1973
113. Hellboy 2004
114. Deja Vu 2006
115. Soldier 1998
116. Taxi 1998
117. Planet of the Apes 1968
118. Mr. & Mrs. Smith 2005
119. Mad Max 1979
120. RoboCop 2 1990
121. Blade: Trinity 2004
122. X2 2003
123. Bad Company 2002
124. Predator 2 1990
125. Batman Begins 2005
126. Jopog manura 2001
127. Formula 51 2001
128. Crows Zero II 2009
129. Speed Racer 2008
130. Hancock 2008
131. Ronin 1998
132. Arn: The Knight Templar 2007
133. Troy 2004
134. The Rock 1996
135. Twelve Monkeys 1995
136. Universal Soldier 1992
137. I Am Legend 2007
138. Charlie's Angels: Full Throttle 2003
139. Alien: Resurrection 1997
140. Death Sentence 2007
141. Phone Booth 2002
142. Highlander II 1991
143. Avatar 2009
144. Salt 2010
145. The Fast and the Furious 2001
146. Predators 2010
147. Street Kings 2008
148. Taken 2008
149. Lady Snowblood 1973
150. Charlie's Angels 2000
151. Conan the Destroyer 1984
152. The Punisher 2004
153. eXistenZ 1999
154. Iron Man 2 2010
155. A Man Apart 2003
156. Twister 1996
157. Shanghai Knights 2003
158. Shao Lin yu Wu Dang 1983
159. Oldboy 2003
160. I, Robot 2004
161. The Recruit 2003
162. Alexander 2004
163. Never Back Down 2008
164. Batman Returns 1992
165. TRON: Legacy 2010
166. Rambo 2008
167. The 6th Day 2000
168. Naked Weapon 2002
169. House of Flying Daggers 2004
170. Enemy Mine 1985
171. Minority Report 2002
172. National Treasure 2004
173. Terminator 3: Rise of the Machines 2003
174. The Losers 2010
175. In the Line of Fire 1993
176. X-Men: The Last Stand 2006
177. Fantastic Four 2005
178. Con Air 1997
179. Bad Boys II 2003
180. Beowulf 2007
181. Fantastic 4: Rise of the Silver Surfer 2007
182. Bad Boys 1995
183. Gladiator 2000
184. Push 2009
185. Armageddon 1998
186. Taxi 2 2000
187. Broken Arrow 1996
188. Crocodile Dundee II 1988
189. Resident Evil: Afterlife 2010
190. Man on Fire 2004
191. Bird on a Wire 1990
192. Lethal Weapon 1987
193. Punisher: War Zone 2008
194. Death Race 2008
195. 16 Blocks 2006
196. Jumper 2008
197. The Chronicles of Riddick 2004
198. Lethal Weapon 2 1989
199. The Island 2005
200. The Avengers 1998
মুভি বিষয়ভিত্তিক পোষ্ট সংকলন- আপডেটিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।