আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা - প্রযুক্তিতে বাংলাদেশের প্রস্তাব

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক আমরা কারা? - ‘প্রযুক্তিতে বাংলাদেশ’ প্রযুক্তিনির্ভর পেশাজীবী উদ্যোক্তা তৈরিতে দেশব্যাপী কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখাই আমাদের অভিপ্রায়। এ বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা কেন? - এ ধরণের নীতিমালা প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের ক্রমবিকাশকে বাধাগ্রস্ত করবে। এছাড়া ক্রমবর্ধমান অনলাইন উদ্যোক্তা ও বুদ্ধিবৃত্তিক পেশাজীবীরা এতে ক্ষতিগ্রস্ত হবে। নীতিগতভাবে আমরা এর সমর্থন করতে পারি না।

নীতিমালা নিয়ে আমাদের অভিমত (সারাংশ): - এটিকে নীতিমালার খসড়া বলা হলেও চেহারাটা আইন বা প্রজ্ঞাপনের মতো। তাই এটিকে আমরা আইনের খসড়া হিসেবেই ধরে নিচ্ছি। - এ আইন অনলাইনে বিশৃঙ্খলা সৃষ্টি বা অসামাজিক কার্যকলাপ রোধ করতে পারবে না। তাই এ আইন অর্থহীন। এই উদ্যোগ বন্ধ করতে হবে।

- অনলাইনে বিশৃঙ্খলা রোধে কপিরাইট, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্য-নিরাপত্তা, সাক্ষ্য-প্রমাণ, প্রচার-প্রকাশনা, মানহানি — ধরনের আইনগুলোকে অনলাইনে প্রয়োগোপযোগী করা হোক। প্রয়োগের ক্ষমতা (অবকাঠামো, জনবল, সম্পর্ক ইত্যাদি) বাড়ানো হোক। - ব্যবসায়ের ক্ষেত্রে লাইসেন্স করতে বাধা নেই। সেক্ষেত্রে সমজাতীয় (প্রিন্ট-অনলাইন) / একই ধরণের ব্যবসায়িক সুবিধা-অসুবিধার বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নীতিমালা নিয়ে আমাদের অভিমত (বিস্তারিত): ১. নীতিমালা কারিগরিভাবে কেন কার্যকর হবে না ? - সংজ্ঞা ও আওতা : এই আইনে গণমাধ্যমের কোন সংজ্ঞা দেওয়া হয়নি।

সংজ্ঞা ছাড়া নিয়ন্ত্রণের আওতা নির্ণয় সম্ভব নয়। অনলাইন গণমাধ্যমের চরিত্রও প্রতিদিন পাল্টে যাচ্ছে। তাই এটিকে একভাবে সংজ্ঞায়িত করে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই আইন তৈরির এই পদ্ধতি কার্যকর হবে না। - প্রযুক্তির পেছনে নীতিমালার দৌড় : প্রচলিত অনলাইন গণমাধ্যমগুলোর জন্য নীতিমালা তৈরি শেষ হওয়ার আগেই শত শত নতুন প্রযুক্তি এসে যাবে।

সেসকল প্রযুক্তির জন্য আইন তৈরি করতে থাকা সম্ভব নয়। এরকম জাতীয় অপচয় সমর্থন করা যায় না। - প্রযুক্তির সীমানা ও ক্রস বর্ডার আইন : অনলাইন গণমাধ্যমের প্রযুক্তিগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ন্ত্রিত হয়। সেসব দেশের আইনের ওপর আমাদের এই আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। অথচ আমাদের কোনও একটি গ্রামে বসে সেই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই সংবাদ আদান-প্রদান করা যাবে।

তাই এরকম আইন প্রয়োগযোগ্য নয়। - অবকাঠামো ও জনশক্তি : আমাদের এরকম আইন কার্যকর করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষিত জনশক্তি নেই। প্রয়োগ করার চেষ্টা করা শুধুমাত্র অপচয় হবে। - আরও কারিগরি অসঙ্গতি : নীতিমালাটিতে রয়েছে অসংখ্য কারিগরি অসঙ্গতি। এরকম কারিগরি অসঙ্গতিতে ভরা নীতিমালা প্রয়োগযোগ্য নয়।

যেমন – ‘শুধুমাত্র বাংলাদেশে স্থাপিত সার্ভারে হোস্টিং’ এর বিষয়টি অবকাঠামো ও নীতিমালার কারণে এখনও ঝুঁকিপূর্ণ। সিস্টেমের সার্বক্ষণিক অনলাইন উপস্থিতি, নিরাপত্তা, তথ্যবীমা সহ অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে। তাই এই শর্ত বাস্তবসম্মত নয়। - বিবিধ অপ্রাসঙ্গিক নিয়ন্ত্রণকারী : নীতিমালায় বিটিআরসির মতো কর্তৃপক্ষের কাছ থেকে পুনঅনুমোদন নেবার মতো অপ্রাসঙ্গিক বিষয় যুক্ত করে অকারণ জটিলতা বৃদ্ধি করা হয়েছে। ২. অর্থনৈতিকভাবে কেন কার্যকর হবে না ? - বিজ্ঞাপনের বাজার : প্রযুক্তির বিবর্তনের ফলে বিজ্ঞাপন প্রাপ্তির প্রক্রিয়া বদলে যাচ্ছে।

এগ্রিগেটর প্রতিষ্ঠানের মাধ্যমে ও আউটসোর্সই বিজ্ঞাপনের মূল উৎস হয়ে উঠবে। প্রতিদিন বদলে যাওয়া প্রযুক্তিতে এরকম বিজ্ঞাপন নীতি মান্য করা সম্ভব নয়। - লাইসেন্স ফি : মুদ্রিত পত্রিকার সঙ্গে আয়, সার্কুলার, লাইসেন্স, জামানত, নবায়ন ইত্যাদি একেবারেই সামঞ্জস্যহীন। একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার জন্য একই ধরণের শিল্পের খরচ ও আয়ের সমন্বয় প্রয়োজন। লেভেল প্লেয়িং গ্রাউন্ড ছাড়া এই শিল্পের বিকাশ সম্ভব নয়।

- রেভিন্যু শেয়ারিং : দেশে অনলাইন বিজ্ঞাপনের বাজার এখনও তৈরি হয়নি। এরকম অবস্থায় রেভিন্যু শেয়ারিং এর বিষয়টি অবাস্তব। পরবর্তীতে এ শিল্প বিকশিত হলে সরকার অনেক ভাবে আয় করতে পারবে। - বিজ্ঞাপন শর্ত : ওয়েব অ্যাড এজেন্সির মাধ্যমে আসা বিজ্ঞাপনে দেশি-বিদেশী নিয়ন্ত্রণ অবাস্তব। প্রচারের ‘২০%’ বিজ্ঞাপনী শর্তটিও বাস্তবসম্মত নয়।

- সামঞ্জস্যহীন আইনী দায় ও খরচ : মুদ্রিত পত্রিকার মালিকানা ব্যক্তি করতে পারলে অনলাইন মাধ্যমের জন্য কোম্পানি আইনের রেজিস্ট্রেশন যৌক্তিক নয়। কার্যকরি বা যৌক্তিক অ্যাপ্রোচ কী হতে পরে ? ১. লাইসেন্স নিয়ন্ত্রণ : - ছাপা পত্রিকার মতো সহজ শর্তে এনলিস্টমেন্ট দেয়া যেতে পারে। তবে সেটি হওয়া উচিৎ শুধুমাত্র বাংলাদেশে অফিস স্থাপন ও ব্যবসা করার জন্য। দেশের বাইরে যেহেতু কিছু নিয়ন্ত্রণ করা যাবে না, তাই নিয়ম করা অর্থহীন। ২. অর্থনৈতিক নিয়ন্ত্রণ : - সরকারি বিজ্ঞাপন পাবার জন্য এনলিস্টমেন্ট এর খরচ ও প্রক্রিয়া আলাদা করা যেতে পারে।

- আয় খুব ভাল হলে ট্যাক্স-ভ্যাট দিয়ে বাড়তি আয়ের উপরে সরকার রেভিন্যু নিশ্চিত করতে পারে। ৩. আইন বিষয়ে প্রয়োজনীয় কাজ : - ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের তথ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত মৌলিক আইনগুলোকে অনলাইনে প্রয়োগযোগ্য করতে হবে। যেমন : কপিরাইট, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তা, সাক্ষ্য-প্রমাণ, প্রচার-প্রকাশনা, বিজ্ঞাপন, মানহানি - ধরনের আইন / নীতিমালাকে যুগোপযোগী করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ন্ত্রণের মৌলিক আইন ও নীতিমালাগুলো তৈরির কাজ শেষ করতে হবে। - আইনগুলো করার সময় মনে রাখতে হবে, সেটার বাস্তবায়ন যেন সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য কম শ্রম ও ব্যয়সাধ্য হয়।

- সম্পৃক্ত সকল আইনগুলো প্রতিনিয়ত হালনাগাদ করার ব্যবস্থা করতে হবে। হালনাগাদ না করলে আইনের অপপ্রয়োগ হবে। - সব ধরনের সংবাদমাধ্যমের জন্য নিজস্ব কারিগরি অবকাঠামো ও কর্মপদ্ধতির বিষয়ে কোন স্পষ্ট দিক নির্দেশনা বিষয়ক আইন ও মানদণ্ড তৈরি করতে হবে । ৪. আইন প্রয়োগে প্রয়োজনীয় কাজ : - আইন, নীতিমালা, প্রজ্ঞাপন, প্রণিধানমালা ইত্যাদি প্রয়োগের জন্য প্রয়োজনীয় কারিগরি অবকাঠামো ও জনশক্তি উন্নত করতে হবে। - অনলাইনের বিভিন্ন অবকাঠামো নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দাপ্তরিক সম্পর্কের উন্নয়ন করতে হবে।

- বিভিন্ন আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির মাধ্যমে আইন প্রয়োগের পথ সুগম করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।