আমাদের কথা খুঁজে নিন

   

সার্য়েদা আর্কেড়

একটি প্রেমের ঘর বেধেছি বৈভবে প্রবাসী মনে সন্তপনে নিরবে। চপলা চপল ছন্ঞল কোমল তনয়ী সদ্য ফোটা এক নিষ্পাপ শিওলী। বুঝিনি যবে প্রেমের পদ্য শুনিনি এক পলকে ভালোলাগার হাজার যামিনি। স্বপে ছিলে তনুমন বিশ্বাসে অচেনা,অদেখা শুধু বিশ্বাসে বলে ছিলে স্বপ্ন কথা নিশ্বাসে তব চুম্বন হেরী চির উচ্ছাসে। প্রকৃতির সাজানো রঙ্গে রঙ্গিন দোলায় দোলায় কাটে রাত দিন ফুল পরীদের ভীড়ে অগনন ছিলে তুমি রাজকুমারীর মতন ক্লান্তি কভূ আসেনা দূচোখ জুড়ে মধুকর তোমারই সূর শুনে। ভাঙ্গা গড়া নদীর খেলা সূখ দু:খ জীবনের ভেলা। সে ভেলায় ভাসিয়ে নিয়েছে আমায় তোমারই শুভ ক্ষণের মেলায় প্রতিক্ষার পরম পাওয়াতে দেখেছি হদয়ের আকুলতা ভেঙ্গে চেয়েছি তোমাকে, অবশেষে ব্যাথা বেদনায় সাথী আমার তোমার আবেগ জীবনের মধুর ঠিকানা তুমি সার্য়েদা আর্কেড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.