আমাদের কথা খুঁজে নিন

   

শোলকের আবেশ

সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com ম্যায়ছর হলো না আজ এক বিন্দু বেরুখি তো গুলিস্তাঁর বেমার হয়ে আছে গুলিস্তাঁ যে মন ছিল কোন এক কালে সে কিচ্ছেই মনে মনে ভুল পড়ে আছে Found not today a single drop of wine Aloofness has been garden's sickness of mine Rosy garden was of heart once upon a time Forgotten in mind the fairy tales of thine তৈল হলেই সলতের আলো দীপ হয়ে যায় কাব্য-গীতে মশগুল হলে আসর হয়ে যায় কবির মনের পাতায় লিখা হয় ইতিহাস সাকির পেয়ালার জল শরাব হয়ে যায় The mere threads in lamp what oil makes Engrossed in poesy-melody gives party rays Those are history in pages of poet’s mind Cup’s aqua turns wine when her hands embrace আজ না হয় কিছু- কোন কিছু বলা হলো না যে আঁধারে বসবাস- তার বুকে আলো জ্বললো না খালি হয় হোক মনের সকল জলসার আসর নিরবেই হোক পান- আজ না হয় কোন সাথী জুটলো না Let all stories be untold today- accept it Living in dark- let darkness be without lit Let music-room of heart be empty today Drink self- let today be without meet ------------------------------------------- *কোন কারিগরি সমস্যা কি না কে জানে- একবার পোস্ট করেছিলাম, প্রকাশ হয়নি। আরেকবার করলাম তো মনে হয় শো করছিল না। আবার চেষ্টা করে দেখলাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.