আমাদের কথা খুঁজে নিন

   

......।সাধারন জনগণ.......

নরসিংদিতে বর্তমান মেয়র তার প্রয়াত ভাইয়ের অন্যতম হত্যাকারী বলে স্বীকৃত শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজুর আগম ঠেকাতে প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিল কে পুলিশ বাধা দিলে রাস্তাঘাট অবরোধ করে জ্বালিয়ে দেয়া হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক পরিবহন, বি আর টি সি ও শ্যামলী পরিবহনের বাসে অগ্নি সংযোগ করা হয়। প্রতিবাদের ভাষার অনুপম ব্যাবহার দেখে হতবাক হয়ে যাই! এই বাসগুলিতে কতজন স্বাধারণ যাত্রী ছিলেন? কতজন রোগী ছিলেন? কিংবা অসহায় নারী বা শিশু? প্রশ্ন হলো এইসব বাস মালিক বা যাত্রীদের কি দোষ ছিলো? কিছু হলেই বাসে অগ্নিসংযোগ আসলে কোন ধরণের গণতন্ত্র নাকি এটা গণতন্ত্রের নামে অবাধ স্বাধীনতা ভোগ করা? এদেশে আসলে মার্শাল ল দরকার! এদেশের জন্যে গণতন্ত্রের কোন দরকার নেই। যে দেশে আর্মি রাস্তায় নামলেই হরতাল বন্ধ হয়ে যায়, ফুটপাথ দিয়ে মানুষ হাটতে পারে, সময়মত ট্রেন ছাড়ে সে দেশে গণতন্ত্রের কোন প্রয়োজন নেই! নির্বাচিত করে তাদের ভয়ে যদি বাসে না উঠা যায়...রাস্তায় না হাটা যায় বরং তারচেয়ে অনির্বাচিত আর্মড সরকারই ভাল। এটার সবচেয়ে ভাল প্রমাণ ফখরুদ্দিন আহমেদের আমল! দুই বছরে মানুষ শান্তিতে ছিলো। বিশ্ববিদ্যলায়ের সেশন জট কমে গিয়েছিলো এবং সবচেয়ে বড় কথা আমরা ভুলেই গিয়েছিলাম হরতাল কি? সেই সময় গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলে ফেলা সুশীল সমাজের লোকদের এখন জনসমক্ষে জুতাপেটা করা উচিৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.