অনেক জল্পনা-কল্পনার পর দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা বহুমুখি সেতু প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। আলোর মুখ দেখাতে যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অঞ্চলের জনগনের সবচেয়ে বড় আশার। এই পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকেরা যাতায়াত করবে এটা একসময়ে তাদের ছিল সপ্ন। এখন এই সপ্নই বাস্তবায়িত হতে যাচ্ছে বাস্তবে। তারা এখন আশা করছে অতি দ্রুত রাজধানীর সাথে যোগাযোগ করে ব্যবসা-বাণিজ্য করে নিজেদের তথা দেশের ভাগ্যের পরিবর্তন করবে।
দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সরকারকে ধন্যবাদ, এ প্রকল্পের সাথে যারা জড়িত তাদের সবাইকে আমার তথা দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিকতার সহিত অসংখ ধন্যবাদ। দেশের অন্যন্য বিজয়গুলোর মতো এ যেন আরেকটি বিজয়। ইতোপূর্বে এই প্রকল্পটি নিয়ে অনেক ঘটনা ঘটেছে, যা মনে করে আর ব্যথিত হতে চাই না । পূর্বের কথা মনে করে আর মন খারাপ করে বসে থাকতে চাই না।
এখন শুধু সামনের দিকে এগিয়ে চলার সময়। তাই সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপত নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর পিছনে তাকাবো না। শুধু সামনের দিকে তাকিয়ে পথ চলব। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।
ইনসাল্লাহ আমরা সামনের দিকে যাব। দেশের মাটিকে সারা বিশ্ব বাসীর কাছে জানাব। আমরা দেশ মায়ের সন্তান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।