দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। আমি এক গাঁজা খোর
গাঁজার নেশা আপন করেছি
ডারলিং করেছে পর
আমি এক গাঁজা খোর।
আমি পাহাড় তলি হতে নয়া পাড়ার ঐ
হাজারো পোটলা খেয়েছি
ডি আই টির ঐ শহীদ মিনারে
বহু গড়াগড়ি দিয়েছি।
আমি রাতের বেলায় গাছের মাথায়
তিনটা সূর্য্য দেখেছি
লেডিস হলের সামনে গিয়ে যে
দাদুর দোড়ানি খেয়েছি।
আমি দেখেছি অনেক ছেলেরা যখন
প্রেম করিবার তরে
প্রেমের বদলে সেই ছেলেদের
ছেঁকেতে মনটা জ্বলে।
এমনি ছেঁকা খেয়ে খেয়ে মোর
পুড়ে গেছে অন্তর
তাই গাঁজার নেশা আপন করেছি
ডারলিং করেছে পর
তাই আমি গাঁজা খোর
তাই আমি গাঁজা খোর।
মূল গান: আমি এক যাযাবর
ভূপেন হাজারিকা।
প্রথম গান আকারে প্রকাশঃ রেগ ডে ২০০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রথম বর্ষের তরফ থেকে। আমরা কজন।
উৎসর্গঃ আমার ঢাবি বন্ধু হিমেল আহ্মেদ কে।
যার কান্ড কারখানা দেখে লিখা। বন্ধু আমি জানি তুই সূদুর প্রবাসে আজ অনেক ভালো আছিস। তাই হঠাৎ তোর কথা মনে পড়লো। আমি জানি তুই আমর ব্লগ পড়িস তাই তোকে আগের মত রাগাবার জন্য আজ এই কান্ড। রেগে আমাকে মারার জন্য হলেও একবার এই আমাদের প্রিয় বাংলাদেশে আয়।
কতদিন তোকে দেখিনি। আয়না একবার। তবে তোর ঐ পাগলামিটা সার্থক হইছে, সেই নিলিমা কেই পেয়ে গেলি। মনে আছে সেদিন রাত ৩টায় তোকে হাসপাতালে নিতে হয়েছিল। তিন দিন আমাকে, রাতুল আর রবিন কে ঘুমাতে দেসনি।
তুই অনেক অনেক ভালো থাকিস সবসময় ঐ সূদুর প্রবাসেও। শুভকামনা।
বিঃ দ্রঃ- ইহা একটি রম্য প্যারোডি কাব্য। যদি কারো জীবনের সাথে কোন ভাবে মিল খেয়ে যায় তা অনিভিপ্রেত কাকতালিয় মাত্র। আর লেখক একজন সর্টিফাইড উন্মাদ(পাগল) আর জানেনইতো পাগল এ কিনা বলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।