ভদ্রলোক চাকুরি করেন দেশের একটি খ্যাতনামা কোম্পানিতে একটি লোভনীয় পদে সততার সহিত দির্ঘদিন। পাশাপাশি টুকটাক সাইট ব্যাবসা করে অল্পকিছু টাকা জমিয়েছেন কিন্তু তা একটি ফ্ল্যাট কেনার জন্য যথেস্ট নয়। টেনশন, আয়ের অর্ধেক ছলে যাচ্ছে বাসাভাড়ার পিছনে। অনেক দোড়াদৈড়ির পর চার বন্ধু মিলে জায়গার মালিকের সাথে শেয়ারে ফ্লাট করার সুযোগ হয়। অতপর কাজ শুরু, কাজ যখন মাঝামাঝি তখন আমাদের গুনধর সরকার গ্যাস সংযোগ দিল বন্দ করে।
তার জমানো টাকা, ওয়াইফের গয়না বিক্রি, তারপর ব্যাংক লোন নিয়ে কোনমতে জ়োড়াতালি দিয়ে কাজ শেষ করলো। তার পর থেকে র্দুভোগের শুরু। বিদ্যুত পেতে সময় লাগলো দুই মাস, এই দিকে ব্যাংক লোনের কিস্তি শুরু কিন্তু দেয়ার মতো কোন অবস্থা নেই। দুই মাস পর যাও বিদ্যুত্ পেলো তাও তার ওয়াইফ গ্যাস ছাড়া ফ্ল্যাটে উঠবেনা, শেষমেষ সিব্দান্ত হলো ভাড়াদিয়ে দিবে। কিন্তু গ্যাস ছাড়া ভাড়া হয় না, আরও দুই মাস খালি থাকলো।
ব্যাংক থেকে চিঠি দিলো টাকা জমা না দিলে ফ্ল্যাটটি তারা দখলে নিবে। অবশেষে নিজে ৩মাসে ২টি সিলিন্ডার দিয়ে ভাড়া দেয়া শুরু করলো। ভাড়া যা পাওয়ার কথা সিলিন্ডার দিয়ে তা অর্ধেকও থাকে না। ১টা সিলিন্ডারের দাম ১৬০০-১৭০০ টাকা। সরকারের যমুনা অফিসে গেলো কারন তারা নাকি আঃ মালঃ মুহিতের ভাষায় ৭০০ টাকায় গ্যাস দেয়, তারা বলল তাদের সব সিলিন্ডার ডিফেন্সের লোক জন নিয়ে যায়, মগবাজারের এক ডিলার দেখিয়ে বলল ওখানে জান তারা ১৪০০টাকায় বিক্রি করে আমি বলে দেব ৫০ টাকা কম রাকবে।
এই দিকে ব্যাংক লোনের টাকা দিতে গিয়ে লোকটির ত্রাহি অবস্থা, বাচ্চার প্রাইভেট পডা থেকে শুরু করে অনেক কিচুই বন্ধ, অল্পসল্প শেয়ারে বিনিয়োগ করেছিল তাও তথাকথিত ভালো লোকের বংসধর হায়েনার দল খাবলে খেয়েছে। মাঝে তিতাসের এক লোক অবৈধ গ্যাস লাইন দিয়েছিল কিন্তু তার কপালতো শুরু থেকেই মন্ধ তাই ১৫দিন পর টিম এসে লাইন কেটে জরিমানা করে গেল অথচ যারা প্রভাবশালি তাদের লাইন দিব্যি চলছে। এইসব টেনসনে ভদ্রলোক অনেকটা অশুশ্ত। এটা কেমন নিয়ম কেও ৪৫০ টাকায় গ্যাস পাবে আর কেউ ১৭০০ টাকায়। যার কারনে ভদ্রলোক আজ নিঃস প্রত্যেক নামাজে দুর্নিতিবাজ আমলা, মন্ত্রি, উপদেষ্টার ও সরকারের উপর গজব কামনা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।