জীবন কেটে যায় অভিমানের বিকেল দিয়ে শুরু ক্রমান্বয়ে ছায়াগুলো তোমার আশ্রয়ে দেয়াল হয়ে উঠে আর আমি- ওপাশে বন্দি কঠিন ফ্রেমে যদিও ছায়া ভেদ করে অনায়াসে ছুঁয়ে দিতে পারি তোমার অভিমান অথবা একলা গোধুলীর ছাই রং ছায়াকে দেয়াল করো না তুমিতো জানই অভিমানীনি যে গতিপথের গ্রহ আমি তা থেকে সরে দাঁড়ালেই নিশ্চিত বিলীনতার আলিঙ্গন কিংবা সহমরণ তবে কেন বিকেলের বুক চিঁড়ে গোধুলী এনে গোধুলীলগন কে ছাই করে দাও? প্লিজ- আমাকে বিয়োগের রংয়ে এঁকো না সত্যিই তোমার খুব কাছে থাকতে চাই আমার ঘন ঘামের ভীড়ে ছায়ার ভেতর হাত দিয়ে হলেও তোমায় অনুভবে রাখতে চাই [২০১০-এ লেখা। মুক্তমঞ্চে লিখেছিলাম]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।