আমাদের কথা খুঁজে নিন

   

"সরলপুর ব্যান্ড" ও গোয়ালীর গান

নতুন ব্যান্ড “সরলপুর” এই গানটি গেয়েছিল চ্যানেল নাইন এর "উই আর দ্যা ব্যান্ড" প্রোগ্রামে............ “সর্বত্র মন বলো রাধে বিনদিনি রায় বৃন্দাবনের বংশিবাদি ঠাকুরো কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায় জল ভর জল ভর রাধে,ও গোয়ালের ঝি কলস আমার পুর্ন কর রাধে বিনোদি কালো মানিক হাত পেতেছে,চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাদের দেখা পায়!! কালো কালো করিস না লো,ও গোয়ালের ঝি আমায় বিধাতা গড়েছে কাল আমি করব কি???? এক কালো যমুনার জল,সর্ব প্রানী খায় আরেক কাল আমি কৃষ্ণ,সর্ব রাধে চায় এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল সর্প হইয়ে কালো বাঁশি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোরা মোরা বলি রাধে জমিনে পড়িলো মরবেনা মরবেনা রাধে,মন্থ্র ভাল জানি দুই এক খানা ঝারা দিয়েই বিষ করিবো পানি এমনো অঙ্গের বিষ যে ঝারিতে জানে আমার এই যৈবন খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল ঝেরে ঝুরে রাধে তখন গৃহ বাশে গেল গৃহ বাশে যেয়ে রাধে ছেরে দিল চুল কদম তলা থেকে কানাই ফিক্কা মারে ফুল বিয়া নাকি কর কানাই,বিয়া নাকি করো পরের ওলা মনি দেখে ঝালায় জ্বলে মরো বিয়া তোকো দিব রাধে ,বিয়া তোকো দিব তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি,কোথায় পাব দড়ি তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি” লিংকঃ http://www.youtube.com/watch?v=3dYYWIwBNpQ গানটা শোনার সাথে সাথেই সুরটা কেমন যেন চেনা চানা লাগলো।সৃতির ঘরে ঢু মারলাম কিন্তু খুজে পেলাম না।হতাশ না হয়ে রুমমেট সবাইকে নিয়ে খুজতে গিয়ে সুরটা মনের কারেন্ট জালে খপাত করে আটকায় গেল!!!!আরে এটা তো সেই ছোট বেলায় গ্রামে শোনা “গোয়ালির” গান।কেউ কি বুঝতেছেন???? একসময় গ্রামে একধরনের গায়ক আসতো যারা এইসুরে গান গাইতো,এরা সব সময় গোয়াল ঘরের দরজার বসে গান গাইতো এবং এর উদ্দেশ্য ছিল গৃহপালিত পশুর উপর থেকে আপদ(খারাপ কিছু) দূর করা।এ কারনে এদের “গোয়ালি” বলা হতো।এরা আসতো আঊস বা আমন মৌসুমে ধান কাটার সময়,বিনিময়ে এরা ধান বা চাল নিত। গান শোনাই হোক আর গরুর উপর থেকে আপদ দূর করাই হোক,যে কোন কারনেই মানূষ এদের খুব পছন্দ করতো এবং মৌসুম এলেই দিন গুনতো কখন এরা আসবে। এখন আর এরা আসে না বা আসলেও ঢাকা শহরে আছি বলে আর বুঝতে পারি না তবে এক সময় গান শোনার জন্য এদের পিছনে পিছনে ঘুরতাম এ বাড়ি থেকে ও বাড়ি।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।