আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের বাগানে সাপ...

There is more than one of everything... ভাই আমার মন খুব খারাপ। আজ আমার প্রেমিকা কে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বসে ছিলাম। ১টা ইটের বেন্চের উপরে বসে ছিলাম আমরা। ও সামনের দিকে মুখ করে বসে ছিল। আমি পাশ ফিরে ওর দিকে মুখ(৯০ ডিগ্রী এংগেল এ) করে বসে ছিলাম (যেহেতু ক্যামেরা দিয়ে ওর ছবি তুলছিলাম)।

হঠাৎ ৬ জন ছেলের ১টা দল, কাধে কাপড়ের ব্যাগ, হাতে গাছের ডাল, সেখানে এসে উপস্থিত হল। আমাকে এসে বলে, "ভাই সোজা হয়ে বসেন। এভাবে বসেন না, খারাপ দেখা যায়। " আমি তো থ ! পোলার মুখের দিকে তাকায় আছি। পোলা আমারে কয়, "একটা কথা বলছি, শুনছেন?" আমি বললাম, "হ্যা।

" ছেলেটা বললো, "হুম, সোজা হয়ে বসেন। " আমি বললাম, "বসতেছি। " ঐ পোলা বলে, "এখনি বসেন। " আমি সোজা হয়ে বসলাম। আমি তখনো চোখ বড় বড় করে ওদের বিকে তাকায় আছি।

কিছুটা রাগে, কিছুটা ঘৃণায়, কিছুটা অবিশ্বাসে। তখন আরেকজন আমাকে বলছে, "কি, আপনি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট? চোখ বড় বড় করে তাকানোর তো কিছু নাই। " অনেক রাগ টাগ দেখায় তারা চলে গেল। তারা সামনের আরো অনেক কাপল কে উঠায় দিল। প্রথমে ভেবেছিলাম তারা ছিনতাইকারী টাইপ কেউ হবে, তা না।

তারা আমার কাছে কোন রকম টাকা পয়সা চায় নাই। তাদের সামনেই ক্যামেরা বের করেছি, সেটাও চায়নি। মনে হল ইউনিভার্সিটি ষ্টুডেন্ট, কারণ ৬ জনের মাঝে ৪ জনের কাধেই ব্যাগ ছিল। খারাপ লগলো কয়েকটা কারণে: আমি ইউনিভার্সিটি পাশ করেছি অনেক আগে, এখন আমি একটা ইউনিভার্সিটির শিক্ষক। ভাবলাম তারা সমাজ সেবা করছিল, তাহলে তোমাদের হাতে গাছের ডাল কেন ভাই? এটা কি ভালো দেখা যায়??? এদেশের উন্নতি নেই কেন জানো ছোট ভাইরা? কারণ আমরা সবসময় একজন আরেকজনের পাছার ভিতরে আংগুল ঢুকায়ে বসে আছি, আমাদের নিজেদের আর কোন কাজ কর্ম নেই।

তুমি যেই সময় আমার পাছায় আংগুল দিলা, সেসময় লেখাপড়া করলে দেশটা একটু হলেও এগিয়ে যেত। সবচেয়ে বেশী খারাপ লাগল যে ব্যাপার টা: আমি শুধু আমার প্রেমিকার দিকে ঘুরে বসে ছিলাম, ওকে টাচ ও করিনি। তাহলে কি এদেশে কি কোথাও নিরাপদ নয়????????????????????????????? হায় ! এখানে প্রকাশ্যে দল বেধে লাঠি নিয়ে ঘোরা খারাপ দেখা যায় না, কিন্তু কেউ তার প্রেমিকার দিকে ঘুরে বসলে খারাপ দেখা যায় !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।