ঢাকা শহরের অন্যান্য এলাকার মতো মিরপুরেও আধুনিকতা ও উন্নতির ছোঁয়া লাগেছে।KFC/আড়ং/আগোরা/CATS EYE এর সাথে শিক্ষার জন্য SCHOLASTICA SCHOOL ...... কিন্তু স্কুলটা এমন এক জায়গায় করা হয়েছে যার কারনে আমরা যারা মিরপুর থেকে সেনানিবাস হয়ে গুলশান 1/2/মহাখালী/বনানীর দিকে সকালে আসি ব্যবসা অথবা চাকুরির জন্য ,তাদের প্রচুর সময় নষ্ট হয়,আমরা জানি এই স্কুলে গাড়ী নেই এমন বাচ্চা ভতি' করা হয়না!!!! স্কুলের নিজস্ব পাকি'ং অনেক ছোট তাই বেশির ভাগ গাড়ি মেইন রাস্তায় পাক' করা হয় যার জন্য রাস্তার দুই পাশে বড় ধরনের জানজট লাগে আর মানুষের মূল্যবান সময় নষ্ট হয়।অনেক সময় অফিসে যেতে দেরি হয়, শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যে ভাবে জরুরী ঠিক সে ভাবে জনগনের অফিস ও ব্যাবসা প্রতিষ্ঠানে সময় মতো উপস্থিথ হওয়াও জরুরি। অতএব স্কুল কতৃপক্ষ এবং যারা অনুমতি দেন স্কুল করার তাদের অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্বান্ত নেয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।