আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে কয়দিনে এক সপ্তাহ ? কেউ পারলে দয়া করে উত্তর দেন

লেখার ইচ্ছা হয়, লিখতে পারি না, ব্যর্থ চেষ্টা আর কি! আমার এ লেখা তো প্রথম পাতায় যাবে না, হেতু কেউ এ লেখা পড়ার সম্ভাবনা একেবারেই শূন্যের কাছাকাছি, এরপরেও যদি কেউ কোনোভাবে আমার এই ব্লগ পড়েন দয়া করে উত্তর দিবেন (যদি পারেন)। সামুতে কয় দিনে এক সপ্তাহ দিন হয় ? অবশ্যই সাত দিনে নয় ! আমি প্রায় ২ বছর ধরে সামুতে আছি, কখনও কিছু লেখার ইচ্ছা হয় নাই হেতু রেজিষ্ট্রেশনও করি নি। শুধু অন্যের ব্লগ পড়ে মজা নিতাম। একবার এক ব্লগে কমেন্ট করার খায়েশ হওয়ায় তৎক্ষণাৎ রেজিষ্ট্রেশন করে ফেললাম। অতঃপর জানিলাম প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত কমেন্ট নিষিদ্ধ।

অতঃপর জানিলাম প্রথম পাতায় অনুমোদন পাওয়ার জন্য আমাকে ৭ দিন পর্যবেক্ষনে রাখা হবে, ভাল লেখা লেখতে হবে এবং ব্লগের নীতিমালা মানতে হবে। যদিও আমি এর মধ্যে কোনো লেখাই (ভাল-মন্দ) লেখি নাই এবং ব্লগের নীতিমালা ভঙ্গ করি নাই প্রথম পাতায় একসেস পাওয়া আমার ব্লগীয় অধিকার। ব্লগার পরিসংখ্যান হতে জানিলাম সামুতে আমার বয়স ১ সপ্তাহ ২ দিন। কিন্তু এর পরেও প্রথম পাতায় একসেস পাই নি। তাই সকল ব্লগীয় বিবেকের কাছে আমার প্রশ্নঃ সামুতে কয় দিনে এক সপ্তাহ দিন হয় ? সামুতে কয় দিনে ৭ দিন হয় ? যদি কারও পক্ষে সম্ভব হয়, উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন বলে আশা রাখলাম।

এতে যদি অন্য কোনো বিষয় জড়িত থাকে, জানালে কৃতজ্ঞ হব। আমি সকল পাঠকের উত্তরপ্রার্থী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।