আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবগাঁথা (পর্ব-১) : অরিগ্যামি

আমি অপার হয়ে বসে আছি........ শৈশবগাঁথা (পর্ব-১) : অরিগ্যামি অরিগ্যামি ও আমাদের শৈশব কি,ভাবছেন আপনি পারেনতো অরিগ্যামি?অরিগ্যামি পারেনা এমন লোক প্রায় দূর্লভ। একজন ঝালমুড়িওয়ালাও অরিগ্যামি পারে। কিভাবে? ঝালমুড়িওয়ালা যে ঝালমুড়ির ঠোঙ্গা বানায় সেটাও একটা অরিগ্যামি। আসলে “অরিগ্যামি” শব্দটি শেখার অনেক আগেই আমরা অরিগ্যামির সাথে পরিচিত হই। সেই ছোট্টবেলায় কোন একদিন হয়তো বাবা, মা, মামা, চাচা, ফুফু, খালা কিংবা বড় ভাইয়া বা আপুর কাছেই হাতেখড়ি হয়েছে অরিগ্যামি শেখার।

কাগজ ভাঁজ করে করে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দেয়া কিংবা বিমান বানিয়ে বাতাসে উড়িয়ে দেয়া কিংবা বন্দুক বানিয়ে ইয়া... ঢিচুয়া... কি মজাটাই না লাগত সেই সময়! আর এইসব কাগজের খেলনা বানানো শেখার জন্য কাউকে কাউকে হয়তো অনেক তেলও খরচ করতে হয়েছে। আমার মনে আছে যখন তৃতীয় শ্রেণীতে পড়ি আমার এক বন্ধু কাগজের ব্যাঙ বানিয়েছিল। কিন্তু কাউকে সেটা শেখাতে চাচ্ছিল না। পরে অনেক অনুরোধ করে আমি একা ওর কাছ থেকে ব্যাঙ বানানো শিখেছিলাম। তবে ও শর্ত দিয়েছিলো যে আমি যেন আর কাউকে না শিখাই।

অনেকদিন প্রায় পাঁচ বছর পর্যন্ত ওর শর্ত আমি পালন করেছি তবে শেষ পর্যন্ত আরেক বন্ধুর কাছ থেকে আরেকটি মজার জিনিস শেখার বিনিময়ে আমি সেই শর্ত ভাঙি (দুঃখিত আমার সেই বন্ধুটি)। আছে অরিগ্যামি নিয়ে। আরও অনেক কিছুর মত ে এটিও আমাদের শৈশব ও কৈশরের অনুসঙ্গ হয়ে জড়িয়ে আছে। শৈশবের অনুসঙ্গ হলেও অরিগ্যামি যে শুধু শিশুদের বিষয় তা নয়। আপনি যদি শিল্প ভালবাসেন, সৃজনশীলতাকে ভালবাসেন তাহলে যে কোন বয়সেই এটি আপনাকে কাছে টানবে।

শিশুদের প্রিয়পাত্র হতে চাইলে অরিগ্যামি হতে পারে আপনার জন্য এক মোক্ষম কৌশল। তাছাড়া অরিগ্যামি আজ আর শুধু ছেলে ভুলানো খেলনার মত গৃহবন্দী হয়ে পড়ে নেই। অরিগ্যামি আজ পৌঁছে গেছে শিল্পের পর্যায়ে। তাই এরকম একটা জিনিসের কদর না করলে শিল্পকেই যে অস্বীকার করা হবে। অরিগ্যামি সম্বন্ধে কিছু তথ্য অরিগ্যামি প্রধানত একটি জাপানীজ শিল্প।

জাপানীজ শব্দ অরি= মোড়ানো, এবং কামী= কাগজ থেকে অরিগ্যামি শব্দের উৎপত্তি। জাপান ছাড়াও চীন,জার্মানী,ইতালি ও স্পেনেও এটি একটি ঐতিহ্যবাহী শিল্প। অরিগ্যামি হচ্ছে কাগজ না কেটে শুধু ভাঁজ করার মাধ্যমে কিছু তৈরী করা। কাগজ কেটে এবং আঠা ব্যবহার করে যা করা হয় তা হল কিরিগ্যামী। জাপানের আকিরা ইয়োশিজাওয়াকে আধুনিক অরিগামির জনক বলা হয়।

আরও অজস্র তথ্যের জন্য পোস্টের শেষে দিয়ে দেয়া লিংকগুলো দেখতে পারেন। অরিগ্যামি শিখতে গেলে অরিগ্যামি শিখতে গেলে বলতে গেলে কাগজ ছাড়া আর কিছুরই দরকার নেই। তবে একদম নিখুঁতভাবে বানাতে চাইলে একটা স্কেল আর কেচি বা ছুড়ির দরকার পড়তে পারে। কাগজ কি রকমের নিবেন সেটা নির্ভর করবে আপনি কি বানাতে যাচ্ছেন তার উপর। কাগজের পুরুত্ব আর রং এই দুটাই মূলত দেখার বিষয়।

চাইলে আপনি সাদা কাগজ দিয়েই সবকিছু বানাতে পারেন তারপর তাতে ইচ্ছেমত রং করে কিংবা পুতি লাগিয়ে নিজের মত বানিয়ে নিতে পারেন। হাতের কাছে শুধু কাগজ থাকলেই এক্ষুনি বানানো যাবে এমন দশটি মজার অরিগ্যামি শেখার ডায়াগ্রাম নিচে দিয়ে দিলাম। চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও কিছু লিংক দেয়া থাকলো যেগুলোতে পাবেন শত শত অরিগ্যামি শেখার ডায়াগ্রাম, বই, অরিগ্যামির ইতিহাস, প্রকারভেদ, কৌশল, এমনকি নিজের বানানো ইউনিক অরিগ্যামির ছবি পোষ্টও করতে পারবেন। তো চলুন কিছুক্ষনের জন্য ঘুরে আসা যাক শৈশব থেকে।

হ্যাপি অরিগ্যামিং!!! দশটি মজার অরিগ্যামি শেখার ডায়াগ্রাম ১. কাঁকড়া ২. ফড়িং ৩.নৌকা ৪. হাঁস ৫.বায়ুকল ৬.কাগজের বক্স ৭.বিমান ৮.চিঠি ৯.ঘাসফড়িং ১০.ডাইস লিংকসমূহ : ১. অরিগ্যামি সংক্রান্ত তথ্য, বই, ব্লগ, ক্যাটাগরিভিত্তিক ডায়াগ্রাম এবং আরও অনেক কিছু পাবেন এই সাইটে । ক্লিক করুন এখানে এখানে এখানে এখানে এখানে এখানে ২. অসংখ্য অরিগ্যামির ডায়াগ্রাম পাবেন এই সাইটে যেগুলো মাত্র কয়েক কিলোবাইটের। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করুন এখানে ৩. ভিডিও দেখে অরিগ্যামি শেখার চমৎকার সাইট । ক্লিক করুন এখানে এখানে ৪. চমৎকার থ্রিডি অ্যানিমেশন দেখে শিখুন আরও কিছু অরিগ্যামি ক্লিক করুন এখানে আসুন আমরা মানুষ হই।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।