আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট দরগার গজার মাছ ।

সিলেটে দরগা বললে এক কথায় সবাই চিনে হজরত শাহজালাল (র: )মাজার [ জন্ম ১২৭১ইং- মৃত্যু ১৩৪১ ইং] । হজরত শাহজালাল (র: ) সিলেটে আসার পর, প্রথমে বর্তমান শাহী ঈদগায় কিছু দিন অবস্হান করেন । এক দিন পুকুরে ওযু করতে গিয়ে দেখেন একপাল লাল রংগের মাছের পোনা । এত সুন্দর মাছ এর আগে আর কখনও দেখেন নাই । শাহী ঈদগা থেকে বর্তমান দরগাতে আসার সময় লাল রংগের পোনাও নিয়ে আসেন ।

দরগার পুকুরে যে গজার মাছ দেখা যায় তা সেই ৭০০ বৎসের আগের লাল রংগের পোনার বংশধর । পুকুরের পশ্চিম-দক্ষিন কোনায় ছোট মাছের দোকান আছে বড় মাছ গুলার খাবার । অনেকে ওই ছোট মাছ কিনে বড় মাছ গুলাকে খাবার দেয় । মাছ গুলা একদম কাছে চলে আসে । এই সব দৃশ্য দেখতে ভাল লাগে ।

অনেকে মাছ গুলাকে ডাকে,‘আয়, আয়’ । খাবারের প্রয়োজনে মাছ গুলা ডাকলেও আসে, না ডাকলেও আসে, রৌদ্রের তাপ বেশি হলে কচুরিপানার নিচে চলে যায় । পুকুরের উত্তর প্বাশে আছে তিনটা বড় বড় তামার ডেগ তার মধ্যে একটা বেশি বড় । এই তামার ডেগ গুলা অনেক দিন আগে এক জন দান করে ছিল শিন্নি রান্নার জন্য, এখন দান বাক্স হিসাবে রাখা । অনেকে এই ডেগর মধ্যে টাকা দেয় ।

হজরত শাহজালাল (র: ) দিনে রোজা রাখতেন এবং খাবার খেতেন খুব অল্প । এখন কত প্রয়োজন জানি না, তিনি ছিলেন চির কুমার, তবে হাতে হাতে কিছু দিতে হলে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর সুজা উঠে মসজিদ পার হয়ে ডান-বাম লক্ষ করলে দেখতে পাবেন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেবের কবর, ডান দিকে গিয়ে বাদিকে হজরত শাহজালাল (র: ) কবর । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.