একদা রাস্তায় চটপটির দোকানে বসে কতিপয় ছেলে-মেয়ে আজেবাজে বিষয় নিয়ে প্যাচাচ্ছে। এই যেমন সৃষ্টির সেরা জীব নাকি মানুষ। আমাদের ধর্মগ্রন্থ এমনকি ফিলোসফার, তিনারাও তাই বলেছেন। আমরাও তাই জানি। হঠাৎ এক ত্যাঁদর বলে বসল মানুষ কি জানে অন্য প্রাণীরা তাদের সেরা জীব ভাবে কি না? সব প্রাণীইতো নিজেদের সেরা জীব ভাবতে পারে।
যাইহোক এহেন আলোচনা শুনতে শুনতে সেখানে উপস্থিত গরু-ছাগল-ভেড়া-কুকুর-বিড়াল-বিচ্ছু-সাপ-বেজী এমনকি গাধার দলেরা বিরক্ত বোধ করতে লাগলো। তারা নিজেরা বলতে লাগলো আমরা ভূত না হয়ে থাকলে বলে আসতাম দেখ আমরাই সৃষ্টির সেরা জীব। সে থেকে চটপটি চত্তরে ভূতসদস্যদের আনাগোনা বেড়ে গেল। তারা নজর রাখতে লাগলো যে মানুষ তাদের নিয়ে কি কি আলোচনা করে। এভাবে দিন যায় মাস যায় কিন্তু নতুন, সারা জাগানো কিছু শুনতে পায়না, তারাও বিরক্তির চরম পর্যায়ে পৌছে যাচ্ছে।
এমন একদিন হঠাৎ শুনতে পায় আবার ছেলেপুলে গুলো বলছে গোলাম আজম, নিজামী এরাও নাকি সৃষ্টির সেরা জীবের তালিকায় সেরাদের মাঝেই আছে।
এই কথা শোনা মাত্র গরু-ছাগল-ভেড়া-কুকুর-বিড়াল-বিচ্ছু-সাপ-বেজী এমনকি গাধার দলেরাও সবাই যার যার পশ্চাতদেশের ফুটোতে বৃদ্ধাঙ্গুল ঢুকিয়ে পগাড় পার......সেই থেকে বেহায়াদের বৃদ্ধাঙ্গুল দেখানো শুরু আর আমজনতার সেই আঙ্গুল উধাও ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।