আমাদের কথা খুঁজে নিন

   

কিছু হারানোর পরেও কিছু পরম পাওয়া ----

" ভালো ভাববেন, ভালো রাখবেন আর ভালো থাকবেন, দেখবেন সুখী হতে এর চেয়ে বেশী কিছু লাগবে না " শুরুটা হয়েছিলো খুবই সাদামাটা আর পাঁচটা গল্পের মতোই । কিন্তু যতই দিন গরালো সম্পর্কটা যেন খুবই দৃঢ় ও গভীর হয়ে পরলো । একে অপরের জন্য প্রবল আকর্ষণ, সহমর্মিতা, সহানুভবতা ও কোন এক অজানা ও অদ্ভুত ধরনের ভালোবাসা । অতঃপর ছেলেটার প্রেম নিবেদন ও মেয়েটার এক বিশাল সত্যের উন্মোচন । ছেলেটা যেন এ সত্যের জন্য প্রস্তুতই ছিল ।

যদিও সে সত্যটা একেবারেই তার কাম্য ছিল না । সে যাই হোক, সম্পর্কটা গড়াতেই থাকলো কোন এক অজানা পথ ঘেঁষে । দিন যায় রাত আসে কিন্তু দুই জনের সম্পর্কের এতটুকু অবনতি হয় না । এভাবে চলতে চলতে হটাৎ ই সেই সত্যটা সামনে চলে আসে এবং তাদের বিচ্ছেদের কারন হয়ে দাড়ায়, অথচ এটা কখনই ছেলেটার কাছে খুব বড় কিছু মনেই হয় নি । ওহ হো ! বলা ই তো হয়নি সে সত্যটা হলো মেয়েটার জীবনে অন্য একজন তার মন জয় করে আছে এবং যাকে মেয়েটা বড় বেশী ভালোবাসে ।

এখন নিশ্চয়ই পাঠক ভাবছেন তাহলে ছেলেটা মেয়েটার জীবনে কি করছে আর সেই মেয়েটা ই বা কেন ছেলেটা কে ছেড়ে চলে যায়নি ?! কিন্তু না । গল্প টা আসলে যতটা সহজ লাগছে আসলে ততটা সহজ না । মেয়েটা ছেলেটাকে অনেক বেশি পছন্দ করে কিন্তু তার এই পছন্দটা কখনো ই ভালোবাসার মানুষকে পছন্দের করার মতো ছিলো না । এই বিস্তর সময় ধরে দুইজনের মাঝে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা যে অনেক গভীর । বন্ধু, প্রেমিক এমন কি স্বামীর মতো সম্পর্কের চেয়েও উপরে ।

কিন্তু কোন টা ই পরিপূর্ণ না । প্রত্যেকটার ই কিছু না কিছু সংমিশ্রণ ছিলো । কোথাও বন্ধুর মতো সব কিছু শেয়ার করা আবার কোথাও প্রেমিক যুগলের মতো খানিকক্ষনের বিচ্ছেদে প্রচণ্ডভাবে এক জনের আর একজন কে মিস করা কিংবা কখনো স্বামী-স্ত্রীর মতো একে অপরের উপর অধিকার প্রয়োগ করে শাসন করা । তাই বহু চেষ্টা করে ও কখনো ই এরা এদের এই সম্পর্কের নামকরন করতে পারে নি । যখন আজ মেয়েটার সেই কঠিন সত্যটা আজ তাদের মুখোমুখি তখন ছেলেটা দিশেহারা হয়ে পড়লো ।

মেয়েটা ও অস্থির হয়ে পড়লো কেনো ছেলেটা তার শুধুই বন্ধুর মতো তার পাশে সারাজীবন থাকতে পারবেনা, কেন ছেলেটা তাকে ভালবাসতে গেলো । উফ ভালো লাগার মানুষটা আর তার কাছে থাকবেনা । কিন্তু ছেলেটা জানতো মেয়েটার সব বাইন্ডিংস । ছেলে টা চায় মেয়েটার মুখের হাসি আর মেয়েটা চায় তার মনের মানুষটির মুখের হাসি । কিন্তু ছেলেটা তার পাশে থাকলে কখনো ই মেয়েটার মুখে হাসি দেখতে পারবেনা ।

তাই প্রতিটা আনসাকসেসফুল ভালোবাসার মতো বিচ্ছেদের তিক্ত স্বাদ সাদরে গ্রহন করলো । মেয়েটার জীবন থেকে দূরে সরে গেলো, বহু বহু ক্রোশ দূরে । শুধু মেয়েটার মুখের হাসির জন্য । তবে এখন ও ছেলেটার মেয়েটার কথা মনে পড়ে, খুব মিস করে মেয়েটা কে, জানতে ইচ্ছে করে মেয়েটা ও কি তাকে মিস করছে কিনা । কিন্তু তার যে আর উপায় নেই ।

মেয়েটার হাসি দেখতে হলে তা কে যে দূরে থাকতেই হবে । সে যে মেয়েটার মুখের হাসি ছাড়া তাকে কল্পনা ই করতে পারেনা । মেয়েটার হাসিটা ই তার পরম পাওয়া । আর হয়তো এ জন্যই শিরনামটা এভাবেই লিখলাম । বিঃদ্রঃ - হয়তো আমি অজ্ঞ , হয়তো আমার লেখা গল্পের নামে যে হিজিবিজি লেখা তা খুবই বাজে ; তবে শুধু এতটুকু বলতে চাই এটা কারো জীবন থেকে নেয়া, শুধুই আমার লেখা কোন ফালতু ব্লগ নয় ।

কোথাও কোনো কথা ভুল অথবা খারাপ লেগে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।