আমাদের কথা খুঁজে নিন

   

♠♠হারানোর ভয়ে♠♠

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

সময়ের স্রোতে হারিয়ে যায় তোমার স্মৃতির কল্পনা অসময়ে এসে কেন বার বার একে যাও গুনশুটির আল্পনা। কেন মাঝে মাঝে দেখতে হয় জলাভূমীতে সূর্যের তৈলচিত্র খুব সকালে আবার কেন গূধোলি লগনে হারায় মন ঘরমুখো পাখিদের ঝাকে। রাত না হতেই কেন আমার রাস্তায় সুমধুর সুরে ঝিঝিরা ডাকে জোনাকী আর তারারা কেন আমার বারান্দায় রাত জেগে থাকে। দেবদারু বৃক্ষে বসে হলদে পাখিটি প্রায়ই কাকে যেন খোঁজে আমার লাপাত্তায় নিজের কষ্ট উড়িয়ে দিতে হারিয়ে যায় আকাশের ভাজে। শুধো তুমি নাই বলে সুখের স্পর্শ নিতে ভয়ে মরি এখনো আবার কবেকার মত হঠাত্‍ নির্বাসনে পরি অকারন বশত। [রাসেল হোসেন,১৩/১০/১৩]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।